Breaking News

বিড়ালের ACNE and Stud_Tail (Hyperplasia of the Supracaudal gland of Tail)

ACNE

> এটা মুলত Chin, Upper lip & Lower Lip এ হয়ে থাকে।
>বিড়ালে যেকোনো বয়সে এমন হতে পারে।
> কালো কালো গুলা ময়লা না। এটাকে Comedone (Blackhead) বলা হয় যেটা Acne এর প্রাথমিক লক্ষ্মণ।
> এখানে ফাংগাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা ১৮% (Malassezia) & ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনা ৪৫-১০০%।
> Chronic case এ Furunculosis & Folliculitis হয়ে থাকে।

#Treatment:

*প্রথমত জায়গাটি Shaving করতে হবে।

*প্রাথমিক পর্যায়ে Benzoyl Peroxide 2.5%-5% এর জেল কিংবা শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে যেটা Hair follicle cleaning করে। সপ্তাহে ২-৩বার। এটাতে হালকা ইরিটেশন দেয়।

*ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য Fusidic acid 2% অথবা Mupirocin 2% অয়েন্টমেন্ট বা ক্রিম ব্যবহার করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে না চাঁটে নয়তো Nephrotoxicity হওয়ার সম্ভাবনা থাকে অনেকদিনের ট্রিটমেন্টে।

*যদি ঠিক হয়ে যাওয়ার পর পুনরায় হতে শুরু করে (Refractory case) তবে Tretinoin 0.01-0.025% ক্রিম /লোশন ব্যবহার করতে হবে।

#Systemic: Chronic case এ অনেকসময় severe bacterial infection (severe Furunculosis & Folliculitis) হয় সেজন্য সিস্টেমিক এন্টিবায়োটিক 3-6 weeks দিতে হবে।এক্ষেত্রে Cefalexin 22mg/kg Bid/Tid কিংবা Amoxicillin -Clavulanic Acid combination 14-20mg/kg Bid orally খুব ভালো কাজ করে।

#Note: Topical Treatment এর আগে কুসুম গরম পানি কাপড়ে ভিজিয়ে আক্রান্ত স্থানে দিলে বেশি ইফেক্টিভ হয়।

#Owner_Dealing: ঠিক হতে অনেক সময় লাগতে পারে।এটা Lifelong ও হতে পারে

####

CAT

#Stud_Tail (Hyperplasia of the Supracaudal gland of Tail)

>এখানে একধরণের Waxy secretion হয় যার কারণে লোমগুলো matted ( ঝট পাকিয়ে) যায়। এখানে Hyperpigmentation (কালো কালো অংশগুলো) হয়ে থাকে।

#Cause:

* যাদের অপারেশন ( Castration / Ovariohysterectomy) হয়নি তাদের ক্ষেত্রে বেশি হয়।
* বিড়াল যদি নিজেকে Grooming না করে & মালিক যদি প্রতিদিন না করায়।
* যদি বিড়ালকে কেইজে রাখা হয়।

#Treatment:

*Clipping & Shaving করতে হবে জায়গাটুকু।
* Isopropyl Alcohol (Alcohol Pad) দিয়ে জায়গাটা মুছে দিতে হবে যাতে Debris remove হয়।
* Benzoyl Peroxide 5% জেল কিংবা ক্রিম প্রতিদিন ব্যবহার করতে হবে দৈনিক ২-৩বার কিন্তু সময়সাপেক্ষ ব্যাপার।

#Advice:

Intact বিড়াল অপারেশন করালে সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়।

Dr Sushyam Biswas

 

Please follow and like us:

About admin

Check Also

খরগোশের ব্রংকোনিউমোনিয়া

প্রবলেমঃ Bronchopneumonia স্পিসিসঃ রেবিট(খরগোশ) , #লক্ষনঃ acute or peracute কেস এ হঠাত করেই মারা যাবে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »