Breaking News

পোল্ট্রি শিল্প ঃখুটিনাটি

#ভারতে  প্রায় ৮০ কোটি পোল্ট্রি আছে।

৩৫কোটি গরু আছে।

#দেশে প্রায় ৫ কোটি হাস আছে যা ২০ % (পোল্ট্রি)  ডিম ও মাংসের চাহিদা পুরন করে

#দেশে মুরগি আছে প্রায় ২৮ কোটি

#গ্র্যান্ড প্যারেন্ট ফার্ম ৮টি

#প্যারেন্ট ফার্ম  প্রায় ২০০ টি

#সপ্তাহে ব্রয়লার বাচ্চা উতপাদিত হয় প্রায় ১ কোটি ,সোনালী ৩০ লাখ ও লেয়ার ২০ লাখ।

#মাসে প্রায় ৩ লাখ ৭৫ হাজার টন খাবার তৈরি হয় এর মধ্যে লেয়ার ১ লাখ ২০ হাজার টন,ব্রয়লার ১ লাখ ৮০ হাজার টন এবং মাছ ৮০ হাজার টন

#দিনে প্রায় ২ কোটি  ডিম উৎপাদিত হয় এর মধ্যে ব্রাউন ৮৩% সাদা ২৭ %।

#আমরা বছরে  মাথাপিছু প্রায় ৯ কেজি মাংস খায় এর  মধ্যে সাড়ে ৫ কেজি  ব্রয়লার মাংস ৬০% ।উন্নত দেশে খায় ৪৫-৫০ কেজি।

#বছরে আমরা  ৯০ টা ডিম খায় ,খাওয়া উচিত ১০৪ টি,যা উন্নত দেশে খায় ২২০ টি,কোন কোন দেশ তার চেয়ে বেশি খায় ,জাপান খায় ৬০০ টি

#মাসে প্রায় ২২৫ কোটি টাকার লেনদেন হয় এই সেক্টরে ,মাছ এবং ডেইরী  সহ

#এই শিল্পে বিনিয়োগের পরিমান প্রায় ৩০০০০ কোটি টাকা,যা ২০২১ সালে ৬০০০০ কোটি হবে।

#২০২১ সালের চাহিদা মেটাতে হলে দিনে ৪ কোটির বেশি ডিম লাগবে।যা মাথাপিছু ১০০ টির বেশি।

#প্রত্যক্ষভাবে প্রায় ২০-২৫ লাখ  এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৫৫-৬০ লাখ লোকের জীবিকা  এই পোল্ট্রির সাথে জড়িত

যা ২০৩০ সালে ১ কোটি হবে। এর মধ্যে ৪০% নারী।

#২০০৯-২০১১ সালে পোল্ট্রিতে প্রবৃদ্ধি হয় ১৫% ২০১৬ সালে ১৮-২০%।

#৮০ দশকে ১৫০০ কোটি টাকার   পোল্ট্রি শিল্প এখন ৩০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।

#সোনালী হ্যাচারী আছে প্রায় ৫০০ টি

#ফিডমিল আছে প্রায় ১৮৬ টি

#দেশে ফার্ম আছে প্রায় ১লাখ ৫০০০০।

#সপ্তাহে ৬০-৬৫ হাজার প্যারেন্ট স্টক বের হয়।

#দেশে ওষধ তৈরি করে এমন কোম্পানী  প্রায় ৩০টি।মোট কোম্পানী ১০০ উপরে।

Campylobactor jejuni and coli resistant amoxicillin,azithromycin,erythromycin.

#হবিগঞ্জে হাওর এলাকায় প্রতি সপ্তাহে দেড় লাখ হাসের  বাচ্চা  বের হয়

#বছরে ১২ লাখ টন ভুট্রা আমদানী করতে হয়।ভুট্রা লাগে ৫০-৫৫%।

#১৬ লাখ টন সয়াবিন মিল লাগে এর মধ্যে ৮ লাখ টন আমদানী করতে হয়।সয়াবিন মিল লাগে ২০-২৫%।

#৩ লাখ টন ডিডিজিএস বিদেশ হতে আমদানি করতে হয়

#দেশে ৪৫% ভুট্রা উতপাদিত হয় বাকি ৫৫% আমদানি করতে হয়।

#ক্যালসিয়াম ও তুতের সাথে পি এইচ দিলে কাজ ভাল করে।

#গরমে ক্যালসিয়ামের শোষন  কম হয় কিন্তু পি এইচ দিলে শোষন ভাল হয়।

Please follow and like us:

About admin

Check Also

পোল্ট্রির(ব্রয়লার) প্রসেস ফুড উৎপাদনকারী কোম্পানী ও তাদের প্রোডাক্টসের নাম ও দাম

পোল্ট্রির(ব্রয়লার) প্রসেস ফুড উৎপাদনকারী কোম্পানী ও তাদের প্রোডাক্টসের নাম ও দাম কোম্পানীর নাম ১।সিপি ২।কাজী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »