Breaking News
অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণ
অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণ

ইনকিউবেটরে অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রনের উপায়।

গরমকালে ইনকিউবেটরের তাপমাত্রা নিয়ন্ত্রনের ক্ষেত্রে একটি সমস্যায় অনেকেই পড়েন, তা হচ্ছে যে তাপমাত্রা কন্ট্রোলারে সেট করেবেন তার চেয়ে বেশি তাপমাত্রা হয়ে যায়,

যেমন কন্ট্রোলারে ৩৭.৭ ডিঃ সেঃ তাপমাত্রা সেট করে রাখলেন কিন্তু ডিস্পেতে দেখছেন ৩৭.৭ডিঃসেঃ তে গিয়ে হিটার বন্ধ হলেও তাপমাত্রা বেড়েই চলছে কিছুক্ষেত্রে ৪০ডিঃ সেঃ অতিক্রম হয়ে যায় যেটা সত্যি সব ডিমের ভ্রুন কিছুক্ষণের মধ্যে নষ্ট করে দিতে পারে।

তাই এই অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রনের জন্য এক্টা কুলিং ফ্যান লাগানো থাকে যেটা ভিতরের গরম বাতাস বাহিরে বের করে দিয়ে সঠিক তাপমাত্রা বজায় রাখে।

কিন্তু যাদের ইনকিউবেটরে অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রনের কোনো ব্যবস্থা থাকেনা তাদের কি হবে.!

সেই সমস্ত খামারি ভাইদের জন্যই আজকের এই লেখা।
ইনকিউবেটরে তাপে উৎস হিসেবে বাল্ব বা হিটার ব্যবহার করা হয়।
কন্ট্রোলারের সাথে যুক্ত রিলে সুইচের সাথে বাল্ব অথবা হিটারে সংযোগ দেয়া হয়, কন্ট্রোলার শুধু সময় মত বাল্বের সুইচটা অন/অফ করে দিয়ে ইনকিউবেটরের ভিতরের সঠিক তাপমাত্রা বজায় রাখে।
তাহলে আমরা বুঝলাম তাপমাত্রা যখন সঠিক হয় তখন কন্ট্রোলার তাপের উৎসটাকে বন্ধ করে দেয় যাতে তাপমাত্রা আর বাড়তে না পারে, কিন্তু তাপের উৎস বন্ধ থাকার পরেও তাপ মাত্রা কেনো বাড়ে.!
ইনকিউবেটরে ট্যম্পারেচার কন্ট্রোলার মূলত সেন্সরের সাহায্যে ইনকিউবেটরের ভিতরের তাপমাত্রার সংকেত পেয়ে থাকে এবং সঠিক তাপমাত্রা হলে হিটার বন্ধ করে থাকে,

এখনে কন্ট্রোলার সেন্সরের উপর নির্ভর করে হিটার অন/অফ করে তাপমাত্রা নিয়ন্ত্রন করছে, কিন্তু সেন্সরটা হিটার থেকে দুরে লাগানো থাকে, তাহলে বুঝাগেলো কন্ট্রোলার হিটার থেকে দুরের তাপমাত্রার সংকেত পেয়ে হিটার অন/অফ এর মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রনের চেষ্টা করছে।
কন্ট্রোলার মূলত সেন্সরের কাছের তাপমাত্রাকেই সঠিক ভাবে নিয়ন্ত্রনের জন্য কাজ করে।
কিন্তু কন্ট্রোলারের সেন্সরের কাছে যখন ৩৭.৭ডিঃসেঃ তাপমাত্রার সংকেত পাচ্ছে তখন হিটার বা তাপের উৎসের কাছে তাপমাত্রা অনেক বেশি থাকে যার ফলে হিটার বন্ধ হলেও হিটারের কাছের অতিরিক্ত তাপমাত্রা ইনকিউবেটরের ভিতর ছড়াতে থাকে এবং হিটার বন্ধ থাকা শর্তেও ইনকিউবেটরের ভিতর তাপমাত্রা বাড়তে থাকে, এবং কন্ট্রোলারের ডিস্পেতে অতিরিক্ত তাপমাত্রা দেখতে পাই,

খন আমরা কি করলে এই সমস্যার সমাধান পবো সেই বিষয়ে জানবো।

যেহেতু হিটার অথবা বাল্ব বন্ধ হলেও সেখানে অতিরিক্ত তাপমাত্রা থাকে এবং ইনকিউবেটরের ভিতর সেই অতিরিক্ত তাপ ছড়িয়ে পড়ে তাই যতটা সম্ভব হিটার বন্ধের সাথে সাথে তাপমাত্রা ছাড়ানোও বন্ধের ব্যবস্থা রাখতে হবে,

অর্থাৎ হিটারও বন্ধ সাথে সাথে তাপমাত্রা ছড়ানোর ফ্যন গুলোও বন্ধ হতে হবে, তাহলে এই সমস্যা একটু কমবে।

এর পরে, যেহেতু হিটারের কাছে তাপমাত্রা বেশি থাকার কারনে এই সমস্যা বেশি হয় তাই হিটার যত বেশি সময় চালু থাকবে হিটারের কাছে তাপমাত্রা তত বেশি হবে যার ফলে অতিরিক্ত তাপমাত্রা হবার সম্ভবনাও বেশি হবে,

এই সমস্যার  কার্যকরী সমাধান হচ্ছে কন্ট্রোলারে তাপমাত্রা এমন ভাবে সেট করা যাতে যে তাপমাত্রায় হিটার বন্ধ হবে তার চেয়ে সামান্য একটু তাপমাত্রা কমলেই হিটার চালু হবে আবার সামান্য বাড়লে হিটার চালু হবে।

অর্থাৎ হিটার বন্ধ এবং চালুর মধ্যে খুব কম তাপমাত্রার পার্থক্য রাখতে হবে।
যেমন কেউ যদি কন্ট্রোলারে তাপমাত্রা সেট করে, ৩৭.৭ডিঃসেঃএ গিয়ে হিটার বন্ধ হবে এবং তাপমাত্রা কমে যখন ৩৭.৫ডিঃসেঃএ যাবে তখন হিটার চালু হবে, তাহলে তাপমাত্রা বেড়ে যাবার সাম্ভবনা একেবারেই কমে যাবে,

কারন ০.২ ডিঃসেঃ তাপমাত্রা অল্প সময়েই উঠে যাবে যার ফলে ঐঅল্প সময়ে অতিরিক্ত তাপমাত্রা হবার সম্ভবনাও কমই থাকবে,তবে যদি অতিরিক্ত হয়েও যায় সেটা হবে ০.১এর কাছাকাছি অর্থাৎ খুবই সামান্য।
এখনে মূল বিষয় হচ্ছে হিটার অন/অফ এর মাঝখানের তাপমাত্রার পার্থক্য যত কম রাখবেন ওভার ট্যম্পারেচারের সম্ভবনা তত কম থাকবে,

(এটা শুধু যে ইনকিউবেটরে তাপমাত্রা বার বার বেড়ে যায় তাদের জন্য কার্যকারি)।

তবে ইনকিউবেটরের বাহিরে যদি ৩৮ডিঃসেঃ এর উপরে তাপমাত্রা থাকে তাহলে তাপমাত্রা সঠিক রাখাটা বেশ কঠিন, কিন্তু এটা দুর করারও উপায় রয়েছে,
যদি কখনো ইনকিউবেটরের বাহিরের আবহাওয়াতে অতিরিক্ত তাপমাত্রা থাকে তাবে, বেশ কিছু প্লাস্টিকের বোতল জোগাড় করবেন,এর পরে বোতলের ভিতরে ঠান্ডা পানি ভরিয়ে বোতলের মুখ ভালোভাবে বন্ধ করে শুকনো কাপড় দিয়ে বোতলে মুছে নিয়ে ইনকিউবেটরের ভিতরে ফাঁকাস্থানে বোতল গুলো রেখে দিন।
এখন ইনকিউবেটরের ভিতর অতিরিক্ত তাপমাত্রা বোতলের পানির শীতলতা শুষে নেবে, যার ফলে তাপমাত্র অনেকটা নিয়ন্ত্রনে চলে আসবে।

বোতলের মুখ বন্ধ থাকার কারনে বোতলের পানি আদ্রতা তৈরি করতে পারবেনা।
এভাবে দীর্ঘসময় ইনকিউবেটরের ভিতরে অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রনের রাখা যাবে, এর পরে যখন বোতলের পানি গরম হয়ে তখন আবার ঠান্ডা পানি দ্বারা বোতল পূর্ণ করবেন।

লেখকঃআব্দুল ওহাব
Please follow and like us:

About admin

Check Also

হ্যাচারী

হ্যাচারীতে হ্যাচিং বাচ্চা্য় কি কি ত্রুটি হয়,কারণ এবং সমাধান

হ্যাচারীতে হ্যাচিং বাচ্চা্য় কি কি ত্রুটি হয়,কারণ এবং সমাধান ১।ভ্রূণ  মারা যাওয়া কারণ প্যারেন্টে সুষম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »