Breaking News

মাল্টিকসাল রেস্পিরেটরী ডিজিজ(MRD) এবং সাবক্লিনিকেল ডিজিজ

মাল্টিকসাল(Multicausal) রেস্পিরেটরী ডিজিজ(MRD)

কারণ

১।শ্বাসনালীর বিভিন্ন জীবাণূর ইন্টারএকশন

মাইকোপ্লাজমা গ্যালিনেরাম বা সাইনোভি সিংগেল হলে সাবক্লিনিকেল বা মাইল্ড ফর্মে থাকে কিন্তু আই বি বা রানিক্ষেত আসলে মাইকোপ্লাজমার তীব্রতা অনেক বেড়ে যায়।

হেমোফিলাস এভিব্যাক্টেরিয়াম এবং মাইকোপ্লাজমা গ্যালিনেরাম সিনারজেস্টিক হিসাবে কাজ করে।

আই বি বা এন ডি,মাইকোপ্লাজমা এবং ই- কলাই মিলে তীব্র আকার ধারণ করে অথচ ২টি হলে এতে জটিল হয় না।

ই -কলাই বা আই বি সিংগেলে ক্লিনিকেল সাইন শো করে না কিন্তু এক সাথে হলে ক্লিনিকেল সাইন শো করে এবং মর্টালিটি হয়।

২।পরিবেশের ফ্যাক্টর

এমোনিয়া

মুরগি এবং টার্কি যদি এক নাগারে ৬ সপ্তাহ ২০ পিপিএম এমোনিয়ায় থাকে তাহলে রানিক্ষত হবার সম্বাবনা থাকে।

মুরগি যদি ৭০ বা ১০০ পিপিএম এমোনিয়ায় থাকে তাহলে হার্টের এট্রিয়াল ওয়াল মোটা হয় এবং ফুসফুসের ক্যাপিলারিস চিকন হয়ে যায়।

এমোনয়া যদি ২৫ বা ৫০ পিপিএম হয় তাহলে ওজন কমে যায়,খাবার কম খায়,এয়ার স্যাকোলাইটিস হয়,এতে আই বি হবার  সম্বাবানা বেড়ে যায়

বাতাসের ধূলা ঃ

বেশি ধূলা হলে টার্কির এয়ারস্যাক ইনফেকশন বেড়ে যায় এবং মাইকোপ্লাজমা মেলেগ্রিডিস হতে পারে।

তাপমাত্রাঃ

শীতে শ্বাস তন্ত্রের ডিজিজ বেড়ে যায়

৭-১০ ডিগ্রি সেন্টিগ্রেট তাপামাত্রায় এয়ারস্যাক লেশন,মাইকোপ্লাজমা,আই বি বেড়ে যায় ২৪-২৯ ডিগ্রির তুলনায়

ইমোনোসাপ্রেশনঃ

মুরগির আই বি ডি এবং টার্কির হেমোরেজিক এন্টারাইটিস হলে শ্বাসনালীর রোগ বেড়ে যায়।

আই বি ডি এবং ই-কলাই হলে অন্যান্য রোগ বেড়ে যায়।

ব্রয়লারের আই বিডি হলে অন্যান্য শ্বাসনালীর রোগ চলে আসে।টার্কির হেমোরেজিক এন্টারাইটিস না হলে ই -কলাই হবার সুযোগ থাকে না।

ভ্যাক্সিন রিয়েকশনঃ

ভ্যাক্সিন দিলে ট্রাকিযায় কিছু সেল নস্ট হয় যাকে ভ্যাক্সিন রিয়েকশন বলে এটা যদি তীব্র আকারে অনেক দিন ধরে হয় তাহলে কলিব্যাসিলোসিস হয়ে যায়।

সাবক্লিনিকেল ডিজিজঃ

আবি বি ডি,রানিক্ষেত,নেক্রোটিক এন্টারাইটিস,কক্সিডিওসিস,এ আই,মাইকোপ্লাজমা।সালমোনেলা।

Please follow and like us:

About admin

Check Also

মেজর ভুল ডায়াগ্নোসিস গুলো কি কি

১.৬-৭দিনের বাচ্চার ক্ষেত্রে কোন মর্টালিটি হলে সাল্মোনেলা বলা হয় যা ৯৯%ই ভুল। কারণ বাচ্চার লিভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »