Breaking News

ভ্যাক্সিন দেয়ার কত দিন পর টাইটার উঠে এবং কতদিন টাইটার ভাল থাকে।

ভ্যাক্সিন দেয়ার কত দিন পর টাইটার উঠে এবং কতদিন টাইটার ভাল থাকে।

রানিক্ষেতঃলাইভ ভ্যাক্সিনে টাইটার উঠে ১০-১৪দিনে থাকে ১ -২মাস আর কিল্ড ভ্যাক্সিনে টাইটার উঠে  ৩-৪ সপ্তাহ পর  থাকে ৪-৫মাস ।

এ আই ও  আই বিঃ  রানিক্ষেতেই মতই

মেরেক্সঃমেরেক্স ১৪দিনে টাইটার উঠে থাকে বিক্রির আগ পর্যন্ত ।।

গাম্বোরুঃটাইটার উঠতে লাগে ৪-৫দিন থাকে ২ সপ্তাহ।কিল্ড ভ্যাক্সিনে টাইটার উঠতে লাগে ২১-৩০দিন।ব্রিডারে কিল্ড টিকা দেয়া হয় থাকে প্রায় ৪ মাস তাই ৪ মাস পর পর ব্রিডারে গাম্বোরু টিকা দেয়া হয় যাতে বাচ্চাতে ম্যাটার্নাল এন্টিবডি থাকে(4way vaccine IB+ND+Reo+IBD).লেয়ারে ও কেউ কেউ রানিক্ষেতে +গাম্বোরুর কিল্ড টিকা দেয়।

কলেরা,করাইজা,সালমোনেলাঃটাইটার উঠতে লাগে ৩-৪ সপ্তাহ (ব্রুস্টার দেয়ার পর ) যদি ভ্যাক্সিন ভাল হয়ে থাকে আর দিতে হয় না।ফিল্ডে এসবের রিজাল্ট বেশি ভাল না ।তবে ব্যবস্থাপনা ভাল হলে রেজাল্ট ভাল হয়।তাছাড়া ৪০ সপ্তাহের পর আবার রোগ  ফিরে আসে।

ই ডি এসঃটাইটার উঠতে লাগে   ৩-৪ সপ্তাহ থাকে আজীবন।

আই এল টিঃটিকা দেয়ার   ৬-১০ সপ্তাহের মধ্যে টাইটার উঠে

রিও এবং এ ইঃ৩-৫ সপ্তাহ পর টাইটার উঠে

চিকেন ইনফেকশাস এনিমিয়াঃ৫-৬ সপ্তাহের পর টাইটার ঊঠে।

আই বি এইচঃকিল্ড টিকা দেয়ার ৫-৮ সপ্তাহ পর টাইটার উঠে।

টাইটার কত উঠবে এবং কতদিন থাকবে  তা ভ্যাক্সিনের মান এবং ফার্মের ব্যবস্থাপনার উপর ভিত্তি করে ।এটা নির্দিস্ট করে বলা যায় না।

১ম মানে প্রাইমিং ভ্যাক্সিনের টাইটার কম সময়  থাকে ব্রুস্টার দেয়ার পর টাইটার বেশিদিন থাকে।

Please follow and like us:

About admin

Check Also

টাইটারের জন্যএইচ এ এবং এইচ আই টেস্ট কিভাবে করতে হয়,১% আর বি সি কিভাবে বানাতে হয়(শর্ট টেকনিক সহ)

টাইটারের জন্যএইচ এ এবং এইচ আই টেস্ট কিভাবে করতে হয়,১% আর বি সি কিভাবে বানাতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »