Breaking News

বিড়াল ততটাই বুদ্ধিমান, যতটা কুকুর?

বিড়াল ততটাই বুদ্ধিমান, যতটা কুকুর?

ধারণা করা হতো, বিড়ালের তুলনায় কুকুরের বুদ্ধি অনেক বেশি। কিন্তু সেই ধারণা এবার হোঁচট খেয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, বিড়ালও কুকুরের সমান বুদ্ধি রাখে।

একটি গবেষণার পর জাপানের বিজ্ঞানীরা বলছেন, তারা মনে রাখার বেশ কয়েকটি পরীক্ষা করেছেন। তাতে দেখতে পেয়েছেন, বেড়ালের ভালো বুদ্ধি রয়েছে।

৪৯টি গৃহপালিত বিড়ালের উপর পরীক্ষাটি করা হয়।

দেখা গেছে, আগে খাওয়া ভালো কোন খাবার প্রাণীটি আবার চিনে নিতে পারে। এ ধরণের স্মরণশক্তি আগে কুকুরের মধ্যেই দেখা গেছে।

কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষক সাহা তাকাজি বলছেন, কুকুরের মতো বিড়ালও একই ধরণের স্মরণশক্তির পরিচয় দিয়েছে, যেমনটা এ ধরণের ক্ষেত্রে একজন মানুষ করে থাকে।

পরীক্ষায় দেখা গেছে, মানুষের আচরণ এবং মুখের অঙ্গভঙ্গির অর্থও বুঝতে পারে প্রাণীগুলো।

বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতে বিড়ালের আচরণ এবং মানুষের সাথে প্রাণীটির সম্পর্কের বিষয়ে গবেষণায় এসব তথ্য সহায়তা করবে।

pet.xyz

Please follow and like us:

About admin

Check Also

বিড়াল কামড় দিলে তাৎক্ষণিক কি করণীয় ?

বিড়াল কামড় দিলে তাৎক্ষণিক কি করণীয় ? আমার এ পর্যন্ত তিনতি বিড়াল পালার অভিজ্ঞতা রয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »