Breaking News

বাজেরিগার #পাখির #খাদ্য

বাজেরিগার #পাখির #খাদ্য

বাজেরিগার সিটাসিয়ান গ্রুপের একটি পাখি। এদের মূল আদিনিবাস অস্ট্রেলিয়া হলেও এখন পৃথীবির সব দেশে খাঁচায় পালন করা হয়। কেউ শখে আবার কেউ বানিজ্যিক ভাবে পালন করে থাকেন।

এদের প্রধান খাবার দানাদার শস্য বীজ যা মোট খাদ্যের ৮০% ভাগের বেশি, এছাড়া এরা সবজি ও ফল খেয়ে থাকে ২০ ভাগ।

একটি প্রাপ্ত বয়স্ক বাজেরিগার পাখির জন্য ১০% উপর সিপি এবং ২৫০ -৪৮০ কিলোজুল শক্তির প্রয়োজন হয়। সে হিসেবে বাজেরিগারের একটি খাদ্য তালিকা দেওয়া হলোঃ

১০ কেজি খাদ্য তৈরিঃ

১। চিনাঃ ৬ কেজি
২। কাকনঃ ২ কেজি
৩। ক্যানারিঃ ৬৫০ গ্রাম
৪। বাজরাঃ ৫৩৫ গ্রাম
৫। গুজি তিলঃ ৩০০গ্রাম
৬। তিশিঃ ২০০ গ্রাম
৮। সূর্যমুখির বীজঃ ৫০ গ্রাম
৯। ধানঃ ১৫০ গ্রাম
১০। লবনঃ ৫ গ্রাম
১১। ডিসিপি (ডাই ক্যালসিয়াম ফসফেট)- ১০ গ্রাম

এছাড়া সপ্তাহে ২ দিন এগফুড দিতে হবে।

প্রতিদিন ২০ থেকে ১০০ গ্রাম করে সবজি বা ফল দিতে হবে।

সর্বপরি যে কোন সমস্যায় ভেটেরিনারিয়ানের পরামর্শ গ্রহন খরতে হবে।

ডাঃ মোঃ সাদ্দাম হোসেন

Please follow and like us:

About admin

Check Also

পোষা পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং এবং করণীয়ঃ

পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং এবং করণীয়ঃ হ্যান্ড ফিডিং মানে পাখির বাচ্চাকে নিজ হাতে খাইয়ে দেয়া…নানা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »