Breaking News

পোল্ট্রিতে বহুল জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি (অঞ্জন মজুমদার)

১. প্রোবায়োটিকস
২. প্রিবায়োটিকস
৩. এসিডিফায়ার/অরগানিক এসিডস
৪. এনজাইমস টেকনোলজিস
৫. অরগানিক মিনারেলস
৬. জিন মোডিফায়েড ওমেগা থ্রি এনরিছ ফিড ইনগ্রেডিয়েন্টস
৭. জিন মোডিফায়েড ভিটামিন ই এবং ভিটামিন এনরিছ ইনগ্রেডিয়েন্টস
৮. সিমবায়োটিকস
৯. ন্যাচারাল এসেন্সিয়াল ওয়েল
১০. ফাইটোজেনিক গাট হেলথ/ গ্রোথ প্রমোটরস প্রোডাক্টস
১১. নন এন্টিবায়োটিক গ্রোথ প্রমোটরস
১২. ন্যাচারাল কক্সিডিওস্ট্যাট
উপরে উল্লেখিত প্রোডাক্টস সমুহ পানিতে দ্রবনীয় এবং ফিড গ্রেড উভয় প্রকারে পাওয়া যায়।
একজন দক্ষ পোল্ট্রি পুষ্টিবিদ অথবা পোল্ট্রি কনসালটেন্ট এর উপর নির্ভর করে উনি কি ভাবে ফার্মের অবস্থা- যেমন বার্ডের প্রজাতি, বয়স, উৎপাদনগত অবস্থা এবং রোগব্যাধি ইত্যাদি বিবেচনায় কোন জৈব প্রযুক্তির সাথে কোনটির সন্নিবেশ করে বায়োটেকনোলজি ব্যবহারের মাধ্যমে খামারের উৎপাদন দক্ষতা বৃদ্ধি করে একটি খামারে ধাপে ধাপে এন্টিবায়োটিক এর ব্যবহার কে সীমিত পর্যায়ে নিয়ে আসবেন।
খামারীদের একটি বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে- জৈব প্রযুক্তি ব্যবহার করে হুটহাট আতংকিত হয়ে এন্টিবায়োটিক ব্যবহার করা যাবে না।

Please follow and like us:

About admin

Check Also

লবঙ্গ

লবঙ্গ (Syzygium aromaticum, অন্য নাম Eugenia aromaticum or Eugenia caryophyllata) এক প্রকারের মসলা ও ভেষজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »