Breaking News
টিপস
টিপস

টিপসঃ ৮

 #ওভারী স্টিমোলেটরঃ

ফাইটোজেনিক এস্টোজেন হার্বস  (Herbs)প্রজেস্টেরনের প্রডাকশন কমিয়ে দিয়ে ওভারির এক্টিভিটিকে বাড়িয়ে দেয়।

#লাল মরিচ এন্টিবায়োটিক ও এন্টিভাইরাল হিসেবে কাজ করে।

#ডিমের এলবুমিন ৫৬%

কুসুম ৩৩%

খোসা ১১%

৩টি অংশের অনুপাত সব সময় এক থাকে কখনো পরিবর্তন হয় না।

কিন্তু ডিমের সাইজ ছোট বড় করা যায়।

একটা ডিমে নরমালি ৬.৫% প্রোটিন থাকে তাই বেশি প্রোটিন পেতে চাইলে টোটাল ডিমের সাইজ বড় করতে হবে শুধু প্রোটিনের ওজন বাড়ানো সম্বব না।

#পর্দা ঃ

গ্রোয়ার সেডে নীল কালারের পর্দা দেয়া হয় কারণ এটি পাখিকে শান্ত রাখে ফলে জি ডি(গ্রেংগ্রিনাস ডার্মাটাইটিস কম হয়) কম হয়।

লেয়ার সেডে হলুদ পর্দা দেয়া ভাল এতে ওভুলেশন ভাল হয়।

#মানুষের ল্যাক্টিক এসিডের মেডিসিন আছে যা পোল্টিতে  প্রবায়োটিক হিসেবে দেয়া যায়, ১টা ট্যাব্লেট ২৫টি পাখির জন্য পানিতে।

#এলুমিনোসিলিকেট ৮০% আলফাটক্সিন ও টি২ টক্সিন বাইন্ড করে।

প্রবায়োটিকের ভুমিকা

ডায়রিয়া প্রতিহত করে।

#ই কলাই,সালমোনেলা ও ক্লোস্টিডিয়াম পারফিনজেন্স কন্টোল করে।
#এফ সি আর ভাল করে।
#.কক্সিডিয়ার বিরুদ্ধে আজ করে।
#ইমোনিটি উন্নত করে।
#পুস্টির ডাইজেশন ও এবজশন বৃদ্ধি করে।
#প্যাথোজেনিক ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে কাজ করে।
#লিটারের মান ভাল করে।


##পোল্ট্রির ৭০% ইমোনিটি ও পুস্টির   শোষণ হয় গাটে।

#অর্গানিক এসিডে যে উপাদানগুলি থাকেঃ
-প্রোপাইয়োনিক এসিড(আলফা মনো গ্লিসারিক)
বিউট্রাইরিক
ক্যাপ্রিক
ক্যাপ্রাইলিক আসিড

কেন বিউট্রাইরিক এসিড ভাল
1 Source of Energy for enterocyte
2 Repairing villi
3 Increasing Villi length
4 Anti inflammatory effect
5 Immune system improvement
6 Restore tight junction
7 Direct antibacterial effect
8 Suppresses gene stimulate colonization of salmonella
9 Anti coccidia effect
10 Prevention of necrotic enteritis
11 Stimulate gut development
12 Inhibition of gram-negative bacteria.
13 Active in entire GIT and via bloodstream and improves animal performance restores tight junction.
14 Increase crypt dept. and Reduction of abdominal fat
Butyric Acid: -PH dependent
-Pka =4.82
-Dissociate at PH higher than 4.82
-so will not reach intestine
-Volatile
-Corrosive
– Bad smell
-Less antimicrobial effect compared with glycerides

লিখেছেন জিয়াউল হক বাদল

#শীতে পোল্ট্রির রানিক্ষেত ,আই বি ও এ আইয়ের বিরুদ্ধে  ইমোনিটি বাড়াতে

ভিটামিন ৫০% ১০০গ্রাম/টন খাবার

তুলসি পাতা ২কেজি/টন

আমলা পাউডার ৫০০গ্রাম/টন

রসুন পেস্ট ১কেজি/টন ফিড

মাসে ৫-৭দিন

 

#অধিকাংশ ডিশইনফেকট্যান্ট,ফরমালিন,গুটারেল্ডিহাইড,হাইড্রজেন পার অক্সাইড,হাইপোক্লোরাস তাপমাত্রার উপর এক্টিভিটি নির্ভর করে .

২০-৩৭ ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রায় কাজ করে তাই সকাল এবং বিকালে স্প্রে করা উচিত।

# কোন ব্রিড কিভাবে সেক্সিং করা হয়

কব ৫০০

ফাস্ট ফেদার ফেদার সেক্সিং

স্লো ফেদার ভেন্ট সেক্সিং

রস  ৩০৪

ফাস্ট ফেদার   ফেদার সেক্সিং

স্লো ফেদার ভেন্ট সেক্সিং

লেয়ার সব ব্রিড

ফাস্ট ফেদার ফেদার সেক্সিং

স্লো ফেদার কালার সেক্সিং

লিখেছেন ডা শিবলি সাদিক

 

Please follow and like us:

About admin

Check Also

টিপস ৩৪(মেডিসিনের হিসাব)

ভি টি এস টিপসঃ ১০০০ প্রডাকশন লেয়ারের এক বেলার পানি মানে ১০০লিটার পানি।(২০ সপ্তাহের পর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »