Breaking News
ডিম ক্যান্ডিলিং
ডিম ক্যান্ডিলিং

ডিম ক্যান্ডেলিং

আমাদের অনেকেরই দেখা যায় পাখি ডিম নিয়ে বসে থাকে ১৮/২১ দিন পার হয়ে যায় অনেক সময় কিন্তু বাচ্চা ফুটে না।

তখন কনফিউজড হয়ে জেতে হয় ডিম কি আদৌ ফুটবে??
নাকি ফেলে দিবো??

এই প্রশ্নের উত্তর পেতে ডিম গুলো ক্যান্ডেলিং করে চেক করে নিলে নিশ্চিত হওয়া যায় যে ডিমগুলো ভালো কিনা নষ্ট।

ডিমের বয়স ৩ – ৫ দিনের মাথায় ডিমে রক্ত জালিকা আসা শুরু করে যদি ডিমটি উর্বর হয়।

তখন ডিমটি অন্ধকারে মোবাইলের ফ্লাস লাইটের উপর ধরলে ডিমের ভিতরের অবস্থা পরিস্কার দেখা যাবে।

যদি ৫ দিন বয়সের ডিমে চেক করার পর কোন রক্ত জালিকা না দেখা যায়
তবে বুঝে নিতে হবে সেই ডিমটি অনুর্বর, সেটি থেকে আর বেবি হবে না।

তাই সবচেয়ে ভালো হয় সব ডিম দেয়া শেষ হবার ৩-৫ দিন পর হাড়ি বের করে ডিমগুলো চেক করা।
নষ্ট এবং অনুর্বর ডিমগুলো ফেলে দেয়া। এতে করে পাখি উর্বর ডিমগুলো ভালোমত তা দিতে পারবে।

নতুনরা শুধু মাত্র অনুর্বর ডিম গুলোই ফেলবেন নির্দিষ্ট সময়ে যেগুলো ভিতরে পুরো পরিষ্কার দেখা যায় সেগুলো।
কালেক্টেড

Please follow and like us:

About admin

Check Also

তুষ হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফোটানো

তুষ_হারিকেন_পদ্ধতিতে_হাঁসের_ডিম_ফুটানোঃ

তুষ_হারিকেন_পদ্ধতিতে_হাঁসের_ডিম_ফুটানোঃ কৃত্তিম উপায়ে হাঁসের ডিম ফুটানোর জন্য তুষ-হারিকেন পদ্ধতি একটি জনপ্রিয় পদ্ধতি। সাধারণত হ্যাচারী মালিকগণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »