Breaking News

ডা.মো: জহিরুল ইসলাম এর কর্ম জীবন

 ডা.মো: জহিরুল ইসলাম

জন্ম: ১০ মে, ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায়।

লেখাপড়া:
এস.এস.সি ও এইচ.এস.সি- ঢাকা বোর্ড।
ডি.ভি.এম.; পিজিডি; এমবিএ ; এম.এস.সি.; এম.পি.এইচ.;

চাকুরী:
উপ-প্রকল্প পরিচালক, এলডিডিপি, ডিএলএস, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়।

অ্যাওয়ার্ড:
** লাইভস্টক অ্যাওয়ার্ড, বাংলাদেশ লাইভস্টক সোসাইটি;
** দানবীর হাজী মহসীন অ্যাওয়ার্ড;
** শিল্পকলা একাডেমী আবহমান সাংস্কৃতিক পদক;
** মানবাধিকার শান্তি পদক;
** বাংলাদেশ ইয়ং জার্নালিস্ট পিস অ্যাওয়ার্ড;
** ভারত বাংলাদেশ মৈত্রী সম্মাননা;
** ইন্দোনেশিয়ান কালচারাল অ্যাওয়ার্ড;
** নেপাল বাংলাদেশ ইন্টারনেশনাল ফেন্ডশীপ অ্যাওয়ার্ড;

শিক্ষা কার্যক্রম, বৈদেশিক প্রশিক্ষণ ও ভ্রমণ :
** ভারত;
** সিঙ্গাপুর;
** ভুটান;
** মালয়েশিয়া;
** ইন্দোনেশিয়া;
** থাইল্যান্ড;
** ভিয়েতনাম;
** চীন;
** দক্ষিণ কোরিয়া;
** আফগানিস্তান;
** মায়ানমার।

যে সকল প্রতিষ্ঠানের উদ্যোক্তা:
** কালিগঞ্জ মহিলা কলেজ, গাজীপুর;
** উদ্দীপণ- প্রাণিসম্পদ খামার স্থাপনের মাধ্যমে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী।
** ন্যাশনাল লাইভস্টক ট্রেনিং ইন্সটিটিউট এন্ড ভেটেরিনারী হাসপাতাল, গাজীপুর;

ব্যক্তিগত অর্জন:
** সমগ্র বাংলাদেশে প্রাণিসম্পদ খাতে প্রায় ১৩ হাজার সফল উদ্যোক্তা তৈরি।

সাংগঠনিক পরিচিতি : (প্রাক্তন)
** সদস্য শহীদ শামসুল হক ছাত্র সংসদ; ১৯৮৮-৮৯
** সদস্য, সাহিত্য সাংস্কৃতিক কমিটি, বাকসু;
**. সহ সভাপতি, শতাব্দী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
** সদস্য, জুড়ি বোর্ড্, বাকসু; ১৯৮৮-৮৯।
** শ্রেষ্ঠ উপস্থাপক ও পরিচালক, বাকসু আয়োজিত আন্তঃহল
সাংস্কৃতিক প্রতিযোগিতা;
** সাধারণ সম্পাদক, বিজ্ঞান ক্লাব, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
** সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব;
** সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটি;
** সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়
কমিটি;
** প্রতিষ্ঠাতা সদস্য, বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদ;

সাংগঠনিক পরিচিতি : ( বর্তমান )
** সদস্য বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ।
** সদস্য, প্রজন্ম-৭১;
** সদস্য, বিসিএস লাইভস্টক ক্যাডার এসোসিয়েশন;
** সাধারণ সম্পাদক, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, গাজীপুর
জেলা শাখা;
** সহ-সভাপতি, বাংলাদেশ লাইভস্টক সোসাইটি;
** আজীবন সদস্য, বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন;
** আজীবন সদস্য, কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ;
** আজীবন সদস্য, কোরিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল কো-
অপারেশন সোসাইটি ;

** প্রিয় নেতা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
** প্রিয় ব্যক্তিত্ব: আলহাজ্ব কারী মো: সমর আলী।
** প্রিয় মানুষ: আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল ।
** প্রিয় অফিসার: কাজী ওয়াছি উদ্দিন।

** প্রিয় ফুল: কালো গোলাপ ।
** প্রিয় প্রতীক: সবুজের বুকে লাল সূর্য।
** প্রিয় রং: নীল।
** প্রিয় সংগীত: আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

Please follow and like us:

About admin

Check Also

খামারীদের কেমন পরামর্শ দেয়া উচিত,কোনটা উচিত না এবং কিছু আলোচনা।

খামারীদের কেমন পরামর্শ দেয়া উচিত,কোনটা উচিত নাএবং কিছু আলোচনা। খামারীদের পরামর্শ দিতে গিয়ে যাতে সেটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »