Breaking News

খরগোশের হক জয়েন্ট এ ক্ষত

#Rabbit
.
#Sore_Hocks
.
এর খুব ভালো বাংলা অর্থ করতে পারছিনা তবে একটু বুঝিয়ে বললে পায়ের আলসার/ঘা/ ক্ষত এমন কিছু যার ফলে পায়ে ইনফেকশন হওয়া, এবং একপর্যায়ে বানি চলাফেরা করতে না চাওয়া ক্রমান্বয়ে একদম-ই চলাফেরা বন্ধ করা। এবং সিভিয়ার ইনফেকশান হয়ে বানি মারাও যেতে পারে।
,
#কি কারনে হয়ে থাকতে পারে?
১) পায়ে লোম কম থাকা
২)অতিরিক্ত ওজন যার ফলে পায়ে/হুকে বেশি চাপ পরা।
৩) খসখসে মেঝে যার ঘষায় লোম ঊঠে গিয়ে স্কিন এও লাগা।
৪) শারিরিক গঠন অস্বাভাবিক হওয়া।
৫) বড় ব্রিড যাদের হুক এ অনেক বেশি চাপ প্রয়োগ করতে হয়।
৬) খারাপ হাইজিন এবং স্যাতস্যাতে বাসস্থান।
৭) লোহার খাচায় পালন করলে
,
#কিভাবে বানিকে এই Sore Hocks থেকে রক্ষা করবেন?
১)নিয়মিত পায়ের পাতা চেক করবেন?
২) কোথাও ফুলে গেলে বা লাল হয়ে গেলে খেয়াল করুন
৩) প্রাথমিক পর্যায়ে এমন দেখা গেলে বানির চলা
৪) বানির নখ কেটে দেয়া
৫) বানির পা পরিষ্কার রাখা
৬) থাকার জায়গা/বেড বানির জন্য আরাম দায়ক হওয়া।

#ডাক্তারের সাথে কথা বল চিকিৎসা নিতে হবে।


#Diarrhoea
,
ডায়রিয়া রেবিট এর ক্ষেত্রে কমন একটি ঘটনা। আপনারা আগে থেকেই জানেন রেবিট caecotrophs (স্পেশাল ধরনের কেক বা পিলেট এর মত খাবার যেটা ডাইজেশনের পর ভাওয়েল মুভমেন্টের মাধ্যমে এনাস থেকে বের হয়, এবং এটি বেশ পুষ্টিমান সম্পন্ন) খেয়ে থাকে। তবে যখন এটি যদি খুবই পাতলা হয় এবং এনাসের চারপাশে ভিজে লেগে থাকে তখনি আপনাকে ডায়রিয়ার ব্যাপারে ভাবতে হবে।
,
#কিভাবে বুঝবেন আসলেই এটি ডায়রিয়া কিনা?
১) caecotrophs খাবে না, স্বাভাবিকের থেকে এটি দেখতেই এবনরমাল লাগবে এবং এনাসের চারপাশে বিস্রি ভাবে লেগে থাকবে।
২) সবথেকে পার্থক্যকারী বিষয় হচ্ছে- সেই সময়গুলোতে কোনো নরমাল caecotrophs ফিসিস বের হবে না। যদি এটি ডায়রিয়া না হয় তবে অবশ্যই তার এই caecotrophs এর মাঝে শক্ত পিলেট ও থাকবে ।
৩) ডায়রিয়া হলে ডিহাইড্রেশন দেখা দেবে, এবডোমিনাল পেইন থাকবে।
৪) caecotrophs থেকে ভিনেগার এর ঘ্রান পাওয়া যায় ( ভি এফ এ এর জন্য) এবং এটি মিউকাস কোটেড থাকে। এমন না পাওয়া গেলে আপনি ধরে নিতে পারেন এটি সত্যি ডায়রিয়া।
,
#যদি এটি ডায়রিয়া না হয় তবে কি কি কারনে এমন কনফিউজিং ব্যাপার হয়ে থাকতে পারে?
১)caecotrophs অনেক ক্ষন ধরে পরে থাকলে ( অবেসিটি, আথ্রাইটিস,ব্যাক পেইন ইতাদি কারনে এনাস পর্যন্ত মুখ না নিতে পারায়) সেটি মেল্ট হয়ে যেতে পারে এবং আপনাকে কনফিউজড করে দিতে পারে ডায়রিয়ার সাথে।
২) নিম্ন মানের ফাইবার এবং উচ্চমানের কার্বোহাইড্রেট সম্পন্ন খাবার।
৩) ওভার ফিডিং
৪) জায়গার সল্পতা এবং এক্সারসাইজ করার সুযোগ না পেয়ে থাকলে।

———————
পেসেন্ট ওনার আপনাকে ডায়রিয়ার কথাই বলবে সুতরাং এটি সত্যি ডায়রিয়া কিনা কনফার্ম হয়ে নেবেন। নতুবা হিতে বিপরীত হতে পারে।
সকলেই জানেন খরগোশ অন্যান্য পেট এর তুলনায় আলাদা ফিজিওলজি এবং সাইকোলজির প্রাণি। অন্য যেকোনো প্রাণির চিকিৎসা পদ্ধতি খরগোশে প্রয়োগে প্রাণ নাশের সম্ভাবনা ৮০% -৯০%। খুবই সেন্সিটিভ এবং বিচিত্র একটি প্রাণি এই খরগোশ।
,
VETO page

Please follow and like us:

About admin

Check Also

খরগোশের ব্রংকোনিউমোনিয়া

প্রবলেমঃ Bronchopneumonia স্পিসিসঃ রেবিট(খরগোশ) , #লক্ষনঃ acute or peracute কেস এ হঠাত করেই মারা যাবে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »