ব্রয়লার ব্রিডার ব্যবস্থাপনা
১।বডিওয়েট প্রোফাইল
০-৪ সপ্তাহ
#কাংখিত ওজন ও ইউনিফর্মিটি আনতে হবে।
#ভাল ব্রুডিং এর মাধ্যমে রুচি বাড়ানো উচিত।
#ক্রপ মনিটরিং করতে হবে।
#সাপ্তাহিক ইনডিভিজুয়াল মুরগির ওজন নিতে হবে।
#আলোক তীব্রতা ১০-২০ লাক্স এর মধ্যে রাখতে হবে।
#ব্রয়লারের ব্যবহার মনিটরিং করতে হবে।
#সঠিক ভাবে ডিংকার ও ফিডার স্পেস দিতে হবে।
Establish Environmental Controls
বডিওয়েট প্রোফাইল(৪-৯ সপ্তাহ)
#কাংখিত ওজন ও ইউনিফর্মিটি আনতে হবে।
#১ম গ্রেডিং ২৮দিনে
#CV below -12(2) way grading +12(3) way grading required.
#গ্রোপ ফিডিং করে ৬৩দিনের মধ্যে কাংখিত ওজন আনতে হবে।
#৬৩দিনের পর গ্রোপিং Movement বন্ধ করতে হবে।
#Redraw growth profile once BW monitored at 63 days.
বডিওয়েট প্রোফাইল ৯-১৫ সপ্তাহ
#কাংখিত ওজন ও ইউনিফর্মিটি আনার জন্য ফিডিং ব্যবস্থাপনা ভাল করতে হবে।
#কাংখিত ওজনের চেয়ে কম ওজন হলে ১০৫দিনের মধ্যে ওজন আনার ব্যবস্থাপনা করতে হবে।
#কাংখিত ওজনের চেয়ে বেশি হলে স্বাভাবিক ওজনে নিয়ে আসতে হবে।
#এই সময়ে ওজন যাতে না কমে সে ব্যবস্থা করতে হবে।
২ ।প্রস্তুতিঃ
বাচ্চা আসার ২৪-৪৮ ঘন্টা আগে তাপের ব্যবস্থা করতে হবে।
সমস্ত ঘরে এয়ার তাপমাত্রা ৩০ডিগ্রি সেন্টিগ্রেট
ব্রূডারের প্রান্তে হবে ৩২ ডিগ্রি
প্রান্ত হতে ২মিটার দূরে ২৯ডিগ্রি
ফ্লোর তাপমাত্রা ২৮-৩০ডিগ্রি
আপেক্ষিক তাপমাত্রা ৬০-৭০%
সঠিক স্টোকিং ডেনসিটি হতে হবে।
খাবার ও পানির পাত্র দিতে হবে।
ব্রুডার এরিয়ায় লাইটিং তীব্রতা হবে ৮০-১০০ লাক্স।
ব্রুডিং সেট আপ
বাচ্চার প্যারেন্টের বয়স ও বাচ্চার সংখ্যা লিখে রাখতে হবে।
পেনস সেট আপ দিতে হবে।
৯০% জায়গায় পেপার দিতে হবে।
খাবার পেপার,ট্রে,পেনস বা ট্রাফে দেয়া যায়।
১২টি বাচ্চার জন্য ১টি নিপল
৮০-১০০টি বাচ্চার জন্য ১টি বেল ডিংকার
৮০-১০০টি বাচ্চার জন্য ১টি ফিড পেন
৩।তাপমাত্রা
তাপমাত্রা হবে ব্রিডারের জাত অনুযায়ী
তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতা দিনে ২-৩বার নিতে হবে।
কন্টোলারের জন্য ব্রুডার এরিয়ার ভিতরে ব্রয়লার বরাবর সেন্সর দিতে হবে।
১ম দিন থেকেই মিনিমাম ভেন্টিলেশন দিতে হবে।
ব্রুডিং তাপমাত্রা
৬০-৭০% আপেক্ষিক আর্দ্রতায় তাপমাত্রা দরকার হবে নিন্মরূপ
দিন সমস্ত ঘরে তাপ ব্রুডারের প্রান্তে প্রান্ত হতে ২মিটার দূরে
১দিন ৩০ ৩২ ২৯
৩ ২৮ ৩০ ২৭
৬ ২৭ ২৮ ২৫
৯ ২৬ ২৭ ২৫
১২ ২৫ ২৬ ২৫
১৫ ২৪ ২৫ ২৪
১৮ ২৩ ২৪ ২৪
২১ ২২ ২৩ ২৩
২৪ ২১ ২২ ২২
২৭ ২০ ২০ ২০
বিভিন্ন আপেক্ষিক আর্দ্রতায় বিভিন্ন তাপমাত্রা
দিন আপেক্ষিক আর্দ্রতা ৪০% ৫০% ৬০% ৭০% ৮০%
১ম দিন ৩৬ ৩৩ ৩১ ২৯ ২৭ডিগ্রি সেন্টিগ্রেট
৩ ৩৪ ৩১ ২৯ ২৭ ২৬
৬ ৩২+ ৩০ ২৮ ২৬ ২৪
৯ ৩১ ২৮+ ২৭ ২৫ ২৩
১২ ৩০ ২৮ ২৬ ২৪ ২৩
১৫ ২৯ ২৭ ২৫ ২৩ ২২
১৮ ২৮ ২৫+ ২৪ ২২ ২১
২১ ২৭ ২৫ ২৩ ২১ ২০
২৪ ২৬ ২৩+ ২২ ২০ ১৯
২৭ ২৫ ২৩ ২১ ১৯ ১৮
ক্রপ ফিল এসে্সমেন্ট
বাচ্চার আসার ২ ঘন্টা পর ক্রপ টেস্ট করতে হবে।
খাবার ও পানি খেল কিনা খেয়াল করতে হবে।
৩-৪টি বিভিন্ন জায়গা থেকে বাচ্চা চেক করতে হবে।
বাচ্চা আসার পর সঠিক ক্রপ ফিল
সময় টারগ্রেট ক্রপ ফিল
২ ঘন্টা ৭৫%
৮ ঘন্টা ৮০ এর বেশি
১২ ঘন্টা ৮৫ এর বেশি
২৪ ঘন্টা ৯৫% এর বেশি
৪৮ ঘন্টা ১০০%
১ম ৭দিন
কারডিওভাস্কুলার ,ডাইজেটিভ ও ইমোউন সিস্টেম ডেভেলপ থাকেনা।
যদি ৭দিনে এগুলোর ডেভেলপ না হয় তাহলে আজীবন ব্রয়লারে ভেরিয়েশন থাকবে মানে ছোট বড় হবে।
ক্রপ ফিল করার জন্য কি কি ব্যবস্থা নেয়া উচিত
পরিবেশ ঃ
বাচ্চা আসার আগে ঘরের তাপ বাড়ানো
বাচ্চা আরাম অনুভব করে করছে কিনা সে দিকে খেয়াল করা।
লিটারের তাপমাত্রা ঠিক রাখা
আপেক্ষিক আর্দ্রতা ৬০-৭০& রাখা
আলো তীব্রতা
ভেন্টিলেশন রেটস
খাবার ও পানিঃ
খাবার ও পানির সরবরাহ ঠিক রাখা
পেপার কভারেজ
কত ক্ষণ পর পর খাবার দেয়া হয়
অতিরিক্ত বা মিনি ডিংকারের ব্যবস্থা করা।
গ্রোয়িং পিরয়ডঃ বয়স অনুযায়ী ওজন
১ম সপ্তাহ ১৫০গ্রাম
৪ সপ্তাহ ৬০০গ্রাম
১০ সপ্তাহ ১১৫০
১৬ সপ্তাহ ১৮০০
২২ সপ্তাহ ২৬৮৬
২৪ সপ্তাহ ৩০৪২
বয়স অনুযায়ী অর্গানের বৃদ্ধি
১-৫ সপ্তাহ ডাইজেস্টিভ ও ইমোউন সিস্টেম ডেভেলপ হয়।
১-১০ সপ্তাহে করটিকল/স্কেলেটাল গ্রোথ হয়।
৭-১৭ সপ্তাহে মাসল ও স্কেলেটাল ফ্রেম ডেভেলপ হয়।
১৫-২৫ সপ্তাহে সেক্সুয়াল মেচুরিটি আসে,ঝুটি ও ওয়াটল লাল হয়
১৭-২৫ সপ্তাহে ওভারী রিপ্রডাক্টিভের ডিভিলপ হয়।
১৭-৩০ সপ্তাহে ফ্যাটসেলস ডিভেলপ হয়।
১৫-৪০ সপ্তাহে মেডোলারী বোন এর ডেভেলপ হয়।
৩০ সপ্তাহে ফিজিকেল ম্যাচুরিটি আসে।
ইউনিফর্মিটির গুরুত্ব ঃ
ম্যাক্সিমাম পারফরমেন্স ও প্রফিট পাওয়ার জন্য।
ইউনিফর্মিটির সুবিধাঃ
খাবারের জন্য প্রতিযোগিতা কম হবে।
ব্রয়লারের সুষম বৃদ্ধি হবে।
পুস্টিমানের প্রতি সম হারে সাড়া দেয়।
বয়স অনুযায়ী খাবার ভাল খায়।
একই সময়ে সেক্সুয়াল ম্যাচুরিটি আসে।
সমভাবে লাইট স্টিমুলেশনে সাড়া দেয়।
ফ্লক ইউনিফর্মিটির জন্য কি করা উচিতঃ
গ্রেডিংঃ
বিভিন্ন ওজনের ব্রয়লারকে বিভিন্ন গ্রোপে ভাগ করে ব্যবস্থা নেয়াঃ
বডিওয়েট,স্কেলেটাল ডেভেলপমেন্ট ও সেক্সুয়াল ম্যাচুরিটির জন্য বিশেষ মনোযোগী হতে হবে।
গ্রেডিং এর উদ্দ্যেশ্যঃ
আলাদা পালন করে যাতে CV কন্টোল করা যায়।
CV যাতে ৮% বা এর কম রাখা যায়।
গ্রেডিং করলে সব ভাল হবে এমন ধারণা ঠিক নয়।
গ্রেডিংঃ
৭-১৪দিনঃভিজুয়ায়াল গ্রেড(অপশনাল)
ছোট মুরগিকে আলাদা গ্রোপে রাখা।
প্রতিযোগিতা যাতে কম হয় ফলে ২৮ দিনের আগে ইউনিফর্মিটি ভাল হয়।.৪-৫
৪-৫ সপ্তাহ(মেজর গ্রেড)
ওজন নিতে হবে ১০০%(CV 12 pre grading)
৮-৯ সপ্তাহ(যদি প্র্যোজন হয়)
ওজন ১০০% নিতে হবে।
১২ সপ্তাহ (যদি প্র্য়োজন হয়)
প্রতি গ্রোপ থেকে ১০০ ব্রয়লার নিতে হবে।
প্রতি গ্রোপ থেকে গড়ে ১০%+_ ব্র্রয়লারের ওজন নিতে হবে।
১ম গ্রোপে সব গুলো ব্রয়লারের ওজনের নিতে হবে।
কম ওজনের ১০% আর বেশি ওজনের ১০% ব্র্য়লার এই গ্রোপ থেকে সরাতে হবে।
কম ওজন ও বেশি ওজনের মুরগিকে আলাদা গ্রোপে রাখতে হবে।
মেডিয়াম গুলো শুধু এক গ্রোপে থাকবে।
এভাবে প্রতিটি গ্রোপকে বাছাই করতে হবে।
গ্রেডিংঃ
গড় ওজন /ব্রয়লার ৬০০গ্রাম
৫৪০গ্রাম এর নিচে হলে আন্ডার ওয়েট
৬৬০গ্রাম এর নিচে হলে ওভার ওয়েট
আন্ডার ও ওভার ওজনের ব্রয়লারকে আলাদা রাখতে হবে।
২২-২৫%(হাল্কা)৬৬-৭৩% নরমাল,৫-৯% হেভি ব্য ৩ ওয়ে গ্রেডcv 12.
২৮-৩০% (হাল্কা)৫৫-৬০% নরমাল.১২-১৫% হেভি ব্য ওয়ে গ্রেড CV ১৪।
Weigh birds again to establish new weights and CV
প্রিগ্রেডে সি ভি ১২-১৪ হয়।
পোস্ট গ্রেডিং ৭ এর নিচে।
ভ্যাক্সিনেশন
সিডিউল করার আগে কিছ জিনিস বিবেচিনা করা উচিত
রোগের প্রাদুর্ভাব
কোম্পানীর ডিজিজ হিস্ট্রি
রিজন বা দেশের রোগের অবস্থা
রিক্স এসেসমেণ্ট
ভ্যাক্সিনেশন প্রোগ্রাম হলো ফ্লক হেলথের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটি সব স মাধান করবে না।
টিকা সফল হওয়ার কৌশল
ইমোনোকম্পিটেন্ট বার্ড ঃ
হেলদি বার্ড
গ্রোথ ভাল
ব্রুডিং পরিবেশ
ধকল মুক্ত
ম্যাটারনাল এন্টিবডি
ইমোনোজেনিক টিকা
স্টোরেজ ৪-৮ডিগ্রি
রিকনস্টিউশন
পানির কোয়ালিটি
মিল্ক পাউডার
ভ্যাক্সিন ডেলিভারীর ত্রুটি হলো ভ্যাক্সিন ফেইলরের প্রধান কারণ
লাইট প্রোফিং(Light proofing)
লাইট প্রোফিং হলো সেডের বাহিরে কালো পর্দা ঃ
এটি আর্লি ম্যাচুরিটি দূর করে।
রিয়ারিং/গ্রোয়িং পিরিয়ডে সেডে অন্ধকার ধরে রাখে।
আর্লি ম্যাচুরিটি আসলে প্রোলাপ্স হয় এবং পেরিটোনাইটিস হয়।
পিক প্রডাকশন কম হয়।
ব্রয়লার ব্রিডারের টিকা সিডিউল
নোটঃ S/C;subcuteneous( চামড়ার নিচে),ক্যাভ(CAV )chicken anaemia virus,রিও ;Reo virus,এম জি (MG );mycoplasma
জিG (Gumburo)এন ডি(রানিক্ষেত)আই বি(bronchitis)
দিন /সপ্তাহ টিকা রুট
৩দিন কক্সি মুখে
৭ দিন আই বি + এন ডি,চোখে,রিও লাইভ S/C
১২ দিন জি+ এন্ডি,,S/C,আই বি ডি ২ চোখে
১৯ দিন আই বিডি প্লাস,মুখে,আই বি +এন ডি চোখে
৬ সপ্তাহ পক্স,পাখায় WW,সালমোনেলা চামড়ার নিচে S/C
৭সপ্তাহ রিও লাইভ চামড়ার নিচে
৮ সপ্তাহ এন ডি কিল্ড, আই বি + এন ডি, চোখে
১০ সপ্তাহ এম জি,S/C ,আই বি +এন ডি চোখে
১১ সপ্যাহ করাইজা চামড়ার নিচে
১২ সপ্তাহ রিও কিল্ড S/C,আই বি চোখে
১৪ সপ্তাহ ক্যাভ( CAV) বুকের মাংসে
১৭ সপ্তাহ করাইজা চামড়ার নিচে
১৮ সপ্তাহ রিও +আইবি+এন ডি+জি, বুকের মাংসে,এম জি,S/C,এন ডি লাইভ চোখে
১৯ সপ্তাহ সালমোনেলা,S/C,ই ডি এস বুকের মাংসে
৪০ সপ্তাহ রিও+আই বি+এন ডি +জি বুকের মাংসে
লাইটিংঃ
আবদ্ধ ঘরেঃ
দিন আলোর পিরিয়ড লাক্স
০ ২৪ ঘন্টা ৬০
১ম দিন ২২ ৬০
২্দিন ২১ ৬০
৩ ২০ ৪০
৪ ১৯ ৩০
৫ ১৮ ২০
৬ ১৭ ১৫
৭্দিন ১৬ ১০
৮ ১৫ ১০
৯ ১৪ ১০
১০ ১৩ ১০
১১ ১২ ১০
১২্দিন ১১ ৫-১০
১৩দিন ১০ ৫-১০
২ সপ্তাহ-৩ সপ্তাহ ৮-১১ ১০
৩-৪ সপ্তাহ ৮-১০ ১০
৫-২২সপ্তাহ ৮ঘন্টা ১০
২৩ সপ্তাহ ১৩ ৬০-৮০লাক্স
২৪সপ্তাহ ১৪ ৬০-৮০
২৫ সপ্তাহ ১৫ ৬০-৮০
প্রডাকশন ৭৫-৮-% ১৬ঘন্টা ৬০-৮০
২৩ সপ্তাহে লাইটি স্টিমুলেশনের সময় ওজন ২৬৮০-২৮৬০গ্রাম থাকা উচিত।
অথবা
১ সপ্তাহে ২২ঘন্টা ইন্টারমিটেন্ট লাইট(৪ ঘন্টা আলো পরে ২ ঘন্টা অন্ধকার এভাবে চলবে)প্রতি সপ্তাহে ২ ঘন্টা করে লাইটিং কমবে
৮ সপ্তাহে ১০ ঘন্টা হবে
৮-১৭ সপ্তাহ ১০ ঘন্টা
১৮ সপ্তাহে ১১ ঘন্টা
১৯ সপ্তাহে ১২
প্রতি সপ্তাহে ১ ঘন্টা করে কমে ২৩ সপ্তাহে ১৪ ঘন্টা
পরে প্রতি ২ সপ্তাহে ১ ঘন্টা করে কমে ৩১ সপ্তাহে ১৬ ঘন্টা হবে।
অথবা
১ম সপ্তাহে ২৩ ঘন্টা
২য় সপ্তাহে ২২ ঘন্টা
৩য় সপ্তাহে ২০ঘন্টা
৪র্থ সপ্তাহে ১৮ঘন্টা
৫ম-২০ সপ্তাহ ৮ ঘন্টা
২১ সপ্তাহে ১২ ঘন্টা
তারপর প্রতি সপ্তাহে ১ঘন্টা করে বাড়াতে হবে ২৭-২৮ সপ্তাহে ১৬ ঘন্টা করতে হবে।
ট্রান্সফারঃ ১৯-২০ সপ্তাহে প্রডাকশন সেডে নিয়ে যেতে হবে।
আলোর লাক্স
২-৪ সপ্তাহ ২৫ লাক্স
৫-১৪ সপ্তাহ ৫-১৫ লাক্স
১৫-১৭ সপ্তাহ ২০-২৫ লাক্স
১৮-৩২ সপ্তাহ ৩০ লাক্স
উন্মুক্ত ঘরের লাইটিং
১ম সপ্তাহে ২০ ঘন্টা তারপর প্রতি সপ্তাহে ১ঘন্টা করে কমে
১১-১৬ সপ্তাহে ১২ ঘন্টা
১৭-১৮ সপ্তাহ ১৩ ঘন্টা
১৯ সপ্তাহ ১৪ ঘ ন্টা
এর পর প্রতি সপ্তাহে ১৫ মিনিট করে কমে ২৮ সপ্তাহে ১৬ ঘ ন্টা
১৬ সপ্তাহে ট্রান্সফার করা হয়.
০-৭দিন ইন্টা্রমিটেন্ট (IntermittentIলাইটিং প্রোগ্রাম
বাচ্চা পর্যাপ্ত রেস্ট পায়।
বাচ্চার খাবার ও পানিকে সিনক্রোনাইজ(Synchronizes) করা যায় মানে একই সময়ে খাবার ও পানি খাবে।
আর্লি চিকস মরটালিটি কমে ও ওজন ভাল আসে।
ভ্যক্সিনেশনের রিজাল্ট ভাল হয়।
বিভিন্ন রিজনে আলোর সিডিউল বিভিন্ন রকম হয়।
ব্রিডার কোম্পানী ব্রিডের সাথে মিল রেখে বিভিন্ন রিজনের জন্য বিভিন্ন লাইটিং সিডিউল করে দেয়।
নরমালী ১১৭-১৮ সপ্তাহে ব্রয়লারের ইউনিফর্মিটি যদি ৮০% হয় তাহলে লাইটিং স্টিমুলেশন দেয়া উচিত।
ভাল লাইটিং প্যাক্টিস
বাল্ব পরিস্কার ও ধূলা বালিবিহীন হতে হবে কারণ ধূলা বালির কারণে বাল্বের আলোর তীব্রতা কমে যায়।
বাল্ব সমান দূরত্বে দেয়া উচিত যাতে সব মুরগি সমান আলো পায়।
সব বাল্ব যাতে ঠিক থাকে সে দিকে খেয়াল রাখা কারণ যদি কোন বাল্ব নষ্ট থাকে তাহলে সেখানে অন্ধকার থাকবে।
পুলেট ট্রান্সফারের ২ সপ্তাহের পূর্বে আলোর তীব্রতা বাড়াতে হবে।
ট্রান্সফারের সময় রিয়ারিং হাউজ ও লেয়িং হাউজের লাইটিং পিরিয়ড সমান করা উচিত।
Final rearing intensity levels should match start of laying.
পিক প্রডাকশনের সময় লাইটিং পিরিয়ড হবে ১৬ ঘ ন্টা
মিডনাইট ফিডিং/লাইটঃ
অতিরিক্ত গরমে এই ব্যবস্থা করা হয়।
ঠাডা সময়ে যাতে বেশি খেয়ে ওজন চলে আসে।
এতে ক্যালসিয়াম শোষণ ভাল হয় যা প্রডাকশনের জন্য গুরুত্বপূর্ণ
দিনে প্রায় ২-৫গ্রাম খাবার/ব্রয়লার/দিন ৩ ঘন্টা অন্ধকার রাখার পর ১-২ ঘণ্টা আলো দিতে হয়।
লাইট অন করার আগেই খাবার দিতে হবে।
এই সময় পানি যাতে থাকে সে দিকে খেয়াল রাখতে হবে।
আর্লি ও লেট ম্যাচুরিটিতে মিডলাইট ফিডিং প্রভাব ফেলে।
মিডলাইট ফিডিং এর আলো কমাতে হবে সপ্তাহে ১৫মিনিট করে কমাতে হবে।
এই বডিওয়েট মনিটরিং করতে হবে যাতে ওজন বেশি না হয়।
প্রধান ব্যবস্থাপনা ৫%-পিক প্রডাকশন
ফিমেলের রিপ্রডাক্টিভ দক্ষতাকে প্রমোট করার জন্য
আর্লি এগ সাইজ,এগ কোয়ালিটি, পিক প্রডাকশনের লেভেল দ্বারা হেন এগ প্রডাকশন নিয়ন্ত্রিত হয়।
সঠিক ফিড দিয়ে ডিমের প্রডাকশন ও ওজন ঠিক রাখার জন্য।
সঠিক ইকোপমেন্ট,ফিডিং স্পেস,স্টকিং ডেনসিটি ঠিক রাখা উচিত।
ফিডার/ডিংকার/স্টকিং ডেনসিটি গাইডলাইন
ফিডার
মেল ফিমেল
১৫-২০ সপ্তাহ ২০-কালিং ১৫-২০ সপ্তাহ ২০-কালিং
ট্রাক (Track)cm/in 15(6) 20(8) 15(6) 15(6)
প্যান(pan)cm/in 11(4) 13(5) 10(4) 10(4)
ডিংকার
মেল
বেল নিপল কাপ্স
১৫-২০ সপ্তাহ 1.5(,6) 8-12birds/N 20-30
২০-কালিং 2,5(1) 6-10 15-20
ফিমেল
১৫-২০wk 1.5(.6) 8-12 20-30
২০-কালিং 2.5(1) 6-10 15-20
স্টকিং ডেনসিটি ঃ
birds/sqm or birds/sqft
মেল ১৫-২০ সপ্তাহ ২০-কালিং(3.5-5.5) (2-3) ২০ সপ্তাহের পর মেল ফিমেল একই জায়গা
৩-৪(2.7-3.6)
ফিমেল 4-7(1.5-2.7)
লাইট স্টিমুলেশন রেসপন্স
এটা বডিওয়েট ও ইউনিফর্মিটির উপর নির্ভর করে।
সঠিক ফ্লেসিং(Fleshing)।ফ্যাট ডিপোজিট ও পেলবিক বোনের উপর গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
আন্ডার ওয়েট ও পুর ইউনিফর্মিটি হলে লাইট স্টিমুলেশন দেয়া উচিত না।
ভাল ব্রিডার বানাতে যা করা উচিত
অতিরিক্ত প্রোটিন দেয়া উচিত না
এনার্জি ইনটেক বাড়াতে হবে যাতে বডি ফ্যাট ভাল হয়
১৫ সপ্তাহের পর কিল বোনের আকার হবে U এর মত কিন্তু V এর মত যাতে না হয়।
লাইট স্টিমুলেশনের টাইমিং
পেলবিক বোন ভুতা(Blunt),২ আংগুল ফাকা হয় তাহলে লাইট স্টিমুলেশন দেয়া যাবে।
যদি পেল বিক বোন ধারালো,১ আংগুল ফাঁক হয় তাহলে স্টিমুলেশন দেয়া যাবে না।
১৫ সপ্তাহের পর খাবারের চাহিদা যাতে ভাল হয় যাতে বুকের মাংস ও ফ্যাট ডিপোজিট বেশি হয়।
১৮-২৫ সপ্তাহে পিন বোন চেক করা উচিত।
যদি প্রপার ফ্লেসিং,ফ্যাট ডিপোজিট,চোকা(Sharp)বোন যদি না থাকে এবং পেল বিকবোনের মোভমেন্ট (Movement) যদি হয় তাহলে স্টিমুলেশন দিতে হবে।
৮৫% ব্রয়লারে যদি ২+আংগুল ফাঁক হয় তবে স্টিমুলেশনের জন্য উপযুক্ত।
ফ্যাট ডিপোজিট যদি ভাল হয় তাহলে পাল বিক বোনে ব্লান্ট(Blunt) হয়।
ফ্যাট ডিপোজিট যদি ভাল না হয় তাহলে খাবারের চাহিদা ও খাবারে এনার্জি বাড়াতে হবে।
বয়স পিন বোন স্পেসিং
৮৪-৯১ দিন পেলবি্ক বোন বন্ধ(closed)
১১৯দিন ১ ফিংগার
১ম ডিম দেয়ার ২১দিন আগে- দেড় ফিংগার
১মডিম দেয়ার ১০দি আগে ২-২.৫ ফিংগার
ডিম দেয়ার আগ মুহূর্তে ৩ফিংগার
১ম লাইট স্টিমুলেশন দিতে হবে ২১-২৩ সপ্তাহে।
৫% প্রডাকশন হবে ২৩ বা ২৫ সপ্তাহে ।
উন্মুক্ত ঘরে লাইটিং প্রোগ্রাম
সপ্তাহ আলো
২১ ১১ ঘ ন্টা
২২ ১২ ঘ ন্টা
২৩ ১৩ঘ ন্টা
২৪ ১৩ঘ ন্টা
২৫ ১৩ ঘ ন্টা
১০-২০ লাক্স (১-২ ফুট ক্যান্ডেল)
৩০-৬০ লাক্স (৩-৬ফুট ক্যান্ডেল)
১ম স্টিমুলেশন এ ২-৩ ঘন্টা আলো দিতে হয় যা সকাল বেলা দিতে হয় ফলে খাবার বেশি খায়।
বক্সে ডিম পাড়ার ক্ষেত্রে ৬০লাক্স আলো দিলে ভাল হয়।
সেডে যাতে কোথাও অন্ধকার বা ছায়া না থাকে।
দিনের দীর্ঘ তম আলো ১৩ ঘন্টা
বিবেচ্য বিষয়
পিক প্রডাকশনের লেভেল
পিক ফিডের পরিমাণ
১৬৩-১৬৫গ্রাম/ব্রিডার/দিন্
ফিডের ধরণ(ম্যাস বা ক্রাম্বল)
ব্রিডারের ওজন(কমছে নাকি বাড়ছে)
কন্ডিশন ও ফিমেলের বডি রিজারব
ফিড কনজাম্পশন টাইম(দ্রুত বা স্লো)
সময়(দিনের দৈর্ঘ্য কম না বেশি,ঠান্ডা নাকি গরম আব হাওয়া)
প্রডাকশন শুরুর পর থেকে কতটুকু ওজন বেড়েছে।
ফিডিংঃ
২ সপ্তাহ পর্যন্ত যা খায় তাই দেয়া হয়।
২-৪ সপ্তাহ রেস্টিক্টেড(restricted) ফিড দেয়া হয় মানে বডিওয়েট অনযায়ী যতটুকু দরকার ততটুকু দেয়া হয়।
২সপ্তাহের পর সাধারণত ১বেলা খাবার দেয়া হয়।
২-১৮ সপ্তাসে ফিডিং টাইম ৪০-৬০মিনিট
১৯-২৪ সপ্তাহে ফিডিং টাইম দেড় ঘন্টা
২৫-কালিং ঃফিডিং টাইম ৩-৪ঘন্টা
স্কিপ ফিডিং(Skip/Fasting)ঃ
কেন করা হয়
জি আই ট্রাক বিশেষ করে ক্রপের ডেভেলপমেন্ট
ইউনির্ফমিটি।
কন্টোল ফিডিংঃ
কেন করা হয় এবং কখনঃ
বডিওয়েট যদি স্ট্যান্ডার্ডের চেয়ে বেশি হয় ।
৩-৪ সপ্তাহে
৪ সপ্তাহ ১/৭ (৭দিনের মধ্যে ১দিন খাবার বন্ধ)
৫-১৬ সপ্তাহ ৫/৭(৭দিনের মধ্যে ২দিন খাবার বন্ধ)(If eating time less 50minutes at any time during this period change to 4/7 until 17-18 wks then convert to 5/7
১৭ সপ্তাহ-৪/৭ঃ ৭দিনের মধ্যে ৩দিন খাবার বন্ধ)
১৮- ১৯ সপ্তাহ ৫/৭ (৭দিনের মধ্যে ২দিন খাবার বন্ধ)
২০-২২ সপ্তাহ ১/৭ (৭দিনের মধ্যে ১দিন খাবার বন্ধ)
যখন ১ম ডিম দেখা দিবে তখন থেকে (২৩ সপ্তাহ) থেকে প্রতিদিন খাবার দিতে হবে।
অথবা
১ম ৩ সপ্তাহ ৭/৭ প্রতিদিন খাবার
৪ সপ্তাহ ৬/১ ।৭দিনের মধ্যে ১দিন খাবার বন্ধ
৫-১৫ সপ্তাহ ৫/২। ৭দিনের মধ্যে ২দিন অফ
১৬-২০ সপ্তাহ ৬/১। ৭দিনের মধ্যে ১দিন অফ
২০ সপ্তাহের পর থেকে প্রতিদিন খাবার দিতে হবে।
অথবা
১ম ৪ সপ্তাহঃ৭/০
৫ সপ্তাহ ৬/১
৬ সপ্তাহ ৫/২
৭-১৪ সপ্তাহ ৪/৩
১৫-২০ সপ্তাহ ৫/২
২১ সপ্তাহ ৬/১
২১ সপ্তাহের পর স্কিপ হবে না।
অথবা
১ম ৪ সপ্তাহ ৭/০
৫ সপ্তাহ ৬/১
৬-২০ সপ্তা ৫/২
২১ সপ্তাহ ৬/১
২১ সপ্তাহের পর স্কিপ হবে না,বডিওয়েট অনুযায়ী খাবার দিতে হবে।
ফিডঃ
স্টাটারঃ০-৬ সপ্তাহ
গ্রোয়ারঃ ৭-১৮ সপ্তাহ
প্রিব্রিডার ঃ১৯-১০-১৫% প্রডাকশন
ব্রিডার ১ঃ১৬% কালিং
ব্রিডার ২/হট টাইম ফিডিং
প্রিব্রিডার পর্যন্ত মেল ও ফিমেল ফিড একই চলবে, তারপর আলাদা করে মেল ফিড দিতে হবে যেটাতে প্রোটিন(১৫-১৬%) ও এনার্জি (২৬৫০-২৭০০)কম থাকে।
পিক ফিড
রিসেন্ট ফ্লক হিস্ট্রি ও বর্তমান কন্ডিশন বিবেচনা করে টারগ্রেট পিক ফিডের হিসেব করতে হবে(পরিবেশ,বডিওয়েট,সিভি,পেলবিক বোন স্প্রেড ও পেলবিক ফ্যাট ডিপোজিশন)
প্রডাকশন ৫% হলে ৫%খাবার বাড়াতে হবে
প্রডাকশন (HD)৭০% হলে টারগ্রেটেড বা পিক ফিড দিতে হবে।
Subtract base feed rate from expected peak and divide this evenly over the remaining 65% production to peak.
পিক ফিডের উদাহরণঃ
দিনে ৩% বা এর চেয়ে বেশি বাড়ানো যায় এতে পিক ফিড হবে ৬৫%।
দিনে ৩% এর চেয়ে কম,এতে পিক ফিড হবে ৭০-৭৫% এ।
৫% HD) প্রডাকশনে ১২২ গ্রাম খাবার
৭০% প্রডাকশনে পিক ফিড ১৬৫গ্রাম
পার্থক্য ১৬৫-১২২ঃ৪৩গ্রাম
৭০%-৫%ঃ৬৫% HD
43gm divided into 65%:3.3gm/5% production
HD% Feed(gm) gm(Incr) %Incr
0 116 6 5%
5% 122 3.9 3
10% 126 3.9 3
15% 130 3.9 3
20% 134 3.9 3
25 138 3.9 3
30% 142 3.9 3%
35% 145 3.9 3%
40% 149 3.9 3%
45 % 153 3.9 3%
50% 157 3.9 2%
55 % 161 3.9 2%
60 165
65 165
70 165
up 90% 165
Feed S G pre Br male
M 2750-2800 2650-2700 2700-2750 2700-2750 2650–2700
CP 18-20 15-16 16-17 15-16 13-14
Lino 1.5 1.5 1.7-1.8 1.5 1.5
cal .9-1.1 .9-1.1 1.2-1.4 3-3.2 .9-1.1
Feed particle size >3.15 3.15 -2 2-1.6 1.6-1 1-.5 <.5
Starter 5 5 20 2 5 10 35 25 60 20 -80 20 -100
grower 5 5 20 25 15 40 25 65 20 85 15 100
pre L 10 10 20-30 15 45 25 70 20 90 10-100
Breeder 10 10 20 30 15 45 25 70 20 90 10 100
Breeder hot 20 20 20 40 10 50 25 75 15 90 10 100
মাইকোপ্লাজমার প্রিভেন্টিভ ডোজ (টিয়ামোলিন দিয়ে, ফিডে সেলিনোমাইসিন,মনেন্সিন ও নারাসিন দেয়া থাকলে টিয়ামোলিন দেয়া যাবেনা)
১দিনের বাচ্চাতে ১২৫-১৫০ এম জি/কেজি বডিওয়েট
৪ সপ্তাহে ৩০-৫০ এম জি/কেজি
১০ সপ্তাহে ৩০-৪৫এম জি/কেজি
লেয়ারে ২৫ এম জি/কেজি
১০০০ বাচ্চাতে
১ম সপ্তাহে ৫গ্রাম করে ৩দিনে ১৫গ্রাম
৩সপ্তাহে ১৩গ্রাম করে ২দিনে ২৬গ্রাম
৮ সপ্তাহে ২৫গ্রাম করে ২দিনে ৫০গ্রাম
১২ সপ্তাহে ৩২গ্রামকরে ২দিনে ৩২গ্রাম করে ৬৪গ্রাম
১৬ সপ্তাহে ৪০গ্রাম করে ২দিনে ৪০গ্রাম
২০ সপ্তাহে ৪২গ্রাম করে ২দিনে ৮২গ্রাম
২৫ সপ্তাহ থেকে ৫০গ্রাম করে ২দিনে ১০০গ্রাম প্রতি মাসে
ফার্মের ভেন্টিলেশন সিস্টেম(এ কে এম রফিকুল ইসলাম)
#Minimum ventilation
#Fan timer setting
#No of fan required for tunnel ventilatin
#Evaporating cooling pad area
মিনিমাম ভেন্টিলেশ রেটস/বার্ড
বয়স কিউবিক মিটার/হাওয়ার/বার্ড কিউবিক ফিট /মিনিট /বার্ড
1-8 wks ০.16 .10
9-15 wks 0.42 0.25
16-35wks 0.59 0.35
36wks -up 0.76 0.45
মিনিমাম ভেন্টিলেশন ক্যাল্কুলেশন ফর ফ্যান টাইমার সেটিংঃ
ধরি,মুরগির বয়স ২০সপ্তা,মুরগির সংখ্যা ১০০০০।
মিনিমাম ভেন্টিলেশন ফ্যান ঃ১*৩৬ইঞ্চি,ফ্যান ক্যাপাসিটিঃ৯০০০ c f m
স্টেপঃ১ঃক্যাল্কুলেশন টোটাল ভেন্টিলেশন রেট রিকোয়াড ফর হাউজ
ভেন্টিলেশন রেটঃমিনিমাম ভেন্টিলেশন/বার্ড) X(মুরগির সংখ্যা)
=0.35 cfm/bird)X(10000birds)
=3500cfm
স্টেপঃ২ঃ Calculation percentage time the fan need to be running for
পার্সেন্টেজ টাইমঃ(টোটাল ভেন্টিলেশন প্রয়োজন)/(টোটাল ক্যাপাসিটি অফ ফ্যানস ইউজড)
=(৩৫০০cfm)/(900ocfm)
=০.৩৯ বা ৩৯% সাইকেল টাইম ফ্যান লাগবে।
ক্যাল্কুলেশন অফ নাম্বার অফ ফ্যানস রিকোয়াড ফর টানেল ভেন্টিলেশন
ধরি,মুরগির বয়স,২০ সপ্তা,মুরগি ১০০০০।
ঘরের প্রস্থঃ৪০ফুট,দৈর্ঘঃ৪০০ফুট,উচ্চতাঃ৭.৯ ফুট,ছাদের উচ্চতাঃ৪.৯ফুট
ডিজাইন এয়ার স্পিড (cfm):400fpm(রিয়ারিং হাউজ) এবং ৫০০ fpm(প্রডাকশন)
Fan capacity at 0.15inchi of water column:20585cfm
Cross section area:(1/2xWxR)+WxH)
স্টেপ ১ঃDetermine the fan capacity required for a given air speed
=design air speed x cross section area
=500fpm x(1/2 x40ft x 4.9ft)+(40ft x 7.9ft)
=207000cfm
স্টেপ ২ঃDetermine the number of fans required
=required fan capacity/fan operation capacity
=207000cfm/20585cfm
=10.1(10) fan
considering loss of fan efficiency,air leak and extreme hot-humid conditon it is wise to install 20% extra fan(10 fan+20% of fan i ,e 12 fans
Calculation of Evaporative cooling pad area:
ধরি ,মুরগি ১০০০০,বয়স ২০ সপ্তাহ
প্যাড এয়ার স্পিডঃ375 fpm for 6inchi pad
House has 10 fans with a capacity of 20585 cfm
স্টেপ ১ঃ determine cooling pad area.
=tunnel fan capacity /pad air speed
=(10 x 20585cfm)/375fpm
=549sqft
if pad height is 6ft then pad length will be 549/6ft=91.5ft