Breaking News

একজন ভেট কিভাবে কত খরচে ল্যাব করতে পারে।

একজন ভেট কিভাবে কত খরচে ল্যাব করতে পারে।কি কি লাগবে বিস্তারিত।

স্থায়ী খরচঃ

রুম ২-৩টি

১ম রুমে সেরোলজি টেস্ট(সালমোনেলা,মাইকোপ্লাজমা,টাইটার)

২য় রুমে রেপিড টেস্ট ও পোস্ট মর্টেম

৩য় রুমে অফিস

রুম বড় হলে এক্টাতে পার্টিশন দিয়ে ২টি করা যায়,অফিস এবং সেরোলজি

রুমে পার্টিশন দিলে পার্টিশন খরচ প্রায় ৭৫০০টাকা

রুম ভাড়া নিলে এডভান্স ২০০০০টাকা

টেবিল ২টা ১২০০০,টেবিলের গ্লাস ৭০০

চেয়ার ৬৫০০,ফ্রিজ ১৭০০০

কম্পিউটার  ৪১০০০টাকা(যদি কম্পিউটার রিলেটেড টেস্ট করতে চান(ফিসিস টেস্ট(পোল্ট্রি ও ডেইরী),ব্লাড টেস্ট।

সাটার গ্লাস ১৮০০০,ব্যানার ৪৫০০

কারেন্ট লাইন ৮০০০,পর্দা ৫০০ যদি লাগে

কার্পেট ৫৫০০ যদি লাগে

এ সি ২টন ৬০হাজার,এ সি লাগানো ১৫০০

আলমারী ৪৫০০,ট্রেড লাইসেন্স ৪০০

পাপস ১২০,বাল্ব ৩৫০

উদ্বোধনী অনুষ্ঠান ৫০০০-১০০০০ টাকা যদি করেন।

ইন্টার্নেট ২৫,মুরগি ফেলানোর জন্য কুয়ো ,স্লাব ৯০০০

পানির,ফ্রিজের লাইন ২৫০০টাকা

অন্যান্য  ২০০০

টেকিনিশিয়ানের বেতন ১০০০০ যদি রাখেন।

যদি নিজের বাড়িতে হয় তাহলে পোস্ট মর্টেম ও রেপিট টেস্টের জন্য আলাদা রুম লাগবেনা।বাহিরে বেসিন সেট করলেই হয়ে যাবে।তাছাড়া নিজে টেস্ট করলে টেকিনিশিয়ানের খরচ লাগবেনা।উচিত হলে নিজেই টেস্ট করা।এতে অভিজ্ঞতার পাশাপাশি টেস্ট ও ভাল হবে।

রি এজেন্ট যা শেষ হয়ে গেলে আবার কিনতে হয়ঃ

মাইকোপ্লাজমা এন্টিজেন ১২৫০০টাকা(১০মিলি)

সালমনেলা এন্টিজেন টাইফয়েড ২৫০০(৫মিলি)

সালমনেলা পুলোরাম ৫মিলি ২৫০০টাকা

এ আই কিট প্রতি পিস ৫০০-৫৫০,রানিক্ষেতের রেপিড কিট ৫০০

আই বি ডির রেপিড কিট ৫০০টাকা

টিপস হলুদ ১০০০পিস ৯০০টাকা,টিপস নীল ১প্যাক ৫০০টা।

সোডিয়াম ক্লোরাইড ৫০০গ্রাম ৪০০টাকা,০.৯% নরমাল স্যালাইন ১২০টাকা।

রি এজেন্ট বোতল ৩টা ৪৫০

এলুমিনিয়ামের ফয়েল ১রোল ১৭৫ টাকা(দূর থেকে আর বি সি আনার জন্য লাগে)

এপেন্ড্রপ ২ প্যাকেট ৮০০।দূর থেকে সিরাম আনার কাজে লাগে।

কএইচ পি এল সি পানি ২.৫০লিঃ ২২৫০টা (ডিস্টিল পানির মত)

এটার পরিবর্তে ০.৯% স্যালাইন ব্যবহার করা যায়।বা বানিয়ে নেয়া যায় যাতে খরচ অনেক কম পড়ে।

পি বি এস ট্যাব  ১বোতল ২০০পিস   ১৫০০০টাকা,৮০টাকা পিস(এটার বিকল্প ও আছে অনেক কম খরচ)

ই ডি টি এ পাউডার ৫০০গ্রাম ১২৫০টাকা

যন্ত্রপাতিঃ

মাইক্রোচ্যানেল পিপেট ১টা ৩৫০০০,ডিজিটাল টাইমার ১টা ৫০০

সিংগেল চ্যানেল পিপেট ২টা ৭০০০টা( ১টা ১০-১০০,আরেক টা ১০০-১০০০ মাক্রী মিলি

সেন্টিফিউজ মেশিন ১টা ৩৫০০টাকা,সেন্টিফিউজ টিউব ৫টা ১০০টাকা

থার্মোমিটার/হাইগ্রোমিটার  ৬০০,টাইলস  দেড় ফুট বাই দেড় ফুট   ৫০টাকা

হ্যান্ড গ্লোবস  ১প্যাক ১৯০,মাস্ক ১প্যাকেট  ১৫০

মাইক্রোটাইটার প্লেট ২০টা ১৫০০,এপ্রোন ২টা ১৬০০্টাকা

টিপ হোল্ডার বড় ,মাঝারী ২ টা ৯০০,টেস্ট টিউব হোল্ডার২বক্স ১৫০০টাকা

ড্রপার  ৫টা ৫০টাকা

ইলেক্ট্রনিক মাইক্রস্কোপ ২০০০০টাকা

যদি গরুর ফিসিস ও রক্ত পরীক্ষা করে তাহলে আলাদা কিছু জিনিস লাগবে

কভার গ্লাস ১প্যাক ৪৫০টাকা,ফ্যাল্কন টিউব ৫০ মিলি ২টা ২৫০টাকা

মেজারিং সিলিন্ডার ৩টা যদি ২০০,৩০০,৪০০ মিলি  ১০০০টাকা

বিকার ১টা ৪০০টাকা

স্ট্রেইন ৩টা ৪৫০টাকা(লেইস ম্যান,গ্রামস স্টীইন)

গ্লাস সাইল্ড ১বক্স ২০০টাকা,বিকার সাথে কক ২টা ১৫০০টা

ফিল্টার পেপার ১টা ৬৫০,ফ্যালকন টিউব ৫০ মিলি ৫টা ৫০০

ফ্যালকন টিউব ১৫ মিলি ৫টা ১০০

প্রায় ৩৬০০০০টাকা তবে ইচ্ছে করলে ১-২টাকায় করা যাবে। শুধু পোল্ট্রি হলে অনেক কিছু বাদ দেয়া যায় বা নিজের বাসায় হলে অনেক কিছু লাগবে না।

কি কি ডকুমেন্ট লাগবেঃ

ট্রেড লাইসেন্স

ডাক্তার হিসাবে পারসোনাল হলে তেমন কিছু লাগে না, পশু হাসপাতালে একটা রেকর্ড রাখলেই হবে,যদি বাহিরের টেস্ট হয় এবং লিখিত রিপোর্ট দেয়া হয় তাহলে ডি এল এস এ রেজিস্টেশনের জন্য এপ্লিকেশন দিয়ে রাখলেই হবে।

Please follow and like us:

About admin

Check Also

Gastrointestinal Nematode(কৃমি পরিচিতি)

#Gastrointestinal Nematode #Trichuris sp. এরা সাধারনত whipworm নামে পরিচিত। এরা পরিনত বয়সে সাধারনত cecuma এবং colon এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »