Breaking News

অত্যাশ্চর্য_মিশ্রণ_মহৌষধী_ত্রিফলা_প্রাকৃতিক_ডিটক্সিফায়ার

#অত্যাশ্চর্য_মিশ্রণ_মহৌষধী_ত্রিফলা_প্রাকৃতিক_ডিটক্সিফায়ার

ত্রিফলা হল প্রাচীন আয়ুর্বেদের অন্যতম মূল্যবান ফর্মুলা বা concoction এবং মানব স্বাস্থ্য রক্ষায় এটা এখনও প্রাচ্যের মেডিসিনের থেকে বেশি কার্যকরী।

ত্রিফলা’ কথাটির মানে হচ্ছে তিন ফলের সমাহার বা মিশ্রণ। আর এই ফল তিনটি হলো- আমলকী, হরীতকী ও বহেড়া। দ্রব্যগুণে ফল তিনটির অবস্থান অনেক ঊর্ধ্বে। শুধু আয়ুুর্বেদ শাস্ত্রে নয়, আধুনিক গবেষণায়ও প্রমাণিত হয়েছে যে, দ্রব্যগুণে সর্বশ্রেষ্ঠ হচ্ছে হরীতকী, দ্বিতীয় স্থানে রয়েছে আমলকী এবং তৃতীয় স্থানে বহেড়া। ফল তিনটির বীজ বাদে বাকি অংশ শুকিয়ে গুড়ো করে সমপরিমাণে মিশিয়ে ত্রিফলা তৈরি করা হয়।এই ফলগুলোর প্রত্যেকটিরই স্বাস্থ্য রক্ষায় আছে অসামান্য ভূমিকা কিন্তু প্রাচীন আয়ুর্বেদের মতে যখন এদের একত্রে ব্যবহার করা যায় এদের গুণ হাজার গুনে বেড়ে যায় আর এই ধারণা থেকেই ত্রিফলার উতপত্তি।

ত্রিফলা’ অতি চমৎকার এক ভেষজ মিশ্রণ, যা অসংখ্য রোগ নিরাময়ে আয়ুর্বেদ চিকিৎসকেরা ব্যবহার করে থাকেন। রেচক বা জোলাপ হিসেবে এর ব্যবহার হলেও, অসংখ্য রোগ নিরাময়ে এর রয়েছে বিশাল ভূমিকা। আজ বিজ্ঞানের চরম উৎকর্ষের দিনেও ত্রিফলার রোগ নিরাময়ি ভূমিকা পরিপূর্ণভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়নি। তাই অনেক বিজ্ঞানী, চিকিৎসক ও গবেষকের কাছে ত্রিফলা এক অত্যাশ্চর্য ভেষজ মিশ্রণ। শুধু রেচক হিসেবে নয়, উদ্দীপক ও শরীরের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণে এর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ত্রিফলা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়, রক্ত পরিষ্কার করে, শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে পুনঃযৌবন দান করে এবং দেহকে নবীন ও শক্তিশালী করে।

ত্রিফলার ঔষুধিগুণ এত বেশি যে, তা বলে শেষ করা যাবে না।পোল্ট্রি খামার ব্যবস্থাপনায় ভেষজ ঔষধি ত্রিফলার জাদুকরি গুরুত্ব অপার,,,
আসুন জেনে নেই ত্রিফলার কিছু উপকারিতার কথা——-

? পোল্ট্রির হজমশক্তি বৃদ্ধিতে ত্রিফলা খুবই কার্যকর। এটি শুধু হজমশক্তি বৃদ্ধি করে না বরং খাদ্যের উপাদানগুলোর শোষণেও সহায়তা করে। এটি পোল্ট্রির পৌষ্টিক নালীর সঙ্কোচন প্রসারণ স্বাভাবিক রাখে। এটি যকৃৎ থেকে পিত্ত নিঃসরণসহ অন্যান্য অঙ্গের পাচক রস নিঃসরণ বাড়ায়। এটি পাকস্থলীর অম্লীয় ও ক্ষারীয় অবস্থা নিয়ন্ত্রণের মাধ্যমে হজমশক্তি বৃদ্ধি করে এবং সঠিক হজমক্রিয়া পরিচালনা করে। এটি ক্ষুধামান্দ্য দূর করে এবং পোল্ট্রির আহার করার প্রবণতা সৃষ্টি করে।

? পোল্ট্রির ঠান্ডা জনিত সমস্যা দ্রূত নিরাময় করে এই ত্রিফলা।

? পোল্ট্রির প্রজননতন্ত্রের কর্মক্ষমতা বৃদ্ধিতে ত্রিফলা খুবই উপকারী। এটি পোল্ট্রির প্রজনন অঙ্গকে শক্তিশালী করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ত্রিফলা পুরুষ পোল্ট্রির শুক্রাণু বৃদ্ধি করে এবং মহিলা পোল্ট্রির প্রজনন ক্ষমতা নিয়মিত করে। তাই প্রজননতন্ত্রের সমস্যায় ত্রিফলার ব্যবহার খুবই ফলপ্রসূ।(১চা চামুচ ত্রিফলার চুর্ন বা গুঁড়ো ১লিটার পানিতে)।

? ত্রিফলা দেহে রক্তসঞ্চালন বাড়ায় ফলে পোল্ট্রির চামড়া পরিপূর্ণ পুষ্টি পায়। অপর দিকে বেশি রক্তসঞ্চালন হওয়ায় চামড়ার মৃত কোষগুলোর অপসারণ হয়।

? পোল্ট্রির শরীরে ক্ষত সেরে যায় চোখের নিমেষে । অ্যান্টি-ইনফ্লেমেটারি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদানে ভর্তি হওয়ার কারণে এই মিশ্রনটি খাওয়ানো শুরু করলে পোল্ট্রির শরীরের এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যা ক্ষত সারাতে সময় লাগে না।তাছাড়া ক্ষত স্থানে ত্রিফলার প্রলেপও দারুন কাজ করে ।

? পোল্ট্রির রোগ প্রতিরোধ ক্ষমতার বাড়িয়ে তোলে। নিয়মিত ত্রিফলা খাওয়ানো শুরু করলে পোল্ট্রির দেহের পুষ্টিকর উপাদানের মাত্রা এতটা বেড়ে যায় যে তার প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সময় লাগে না। ফলে ছোট-বড় রোগব্যাধির প্রকোপ কমে যায় চোখের পলকে।

? পোল্ট্রির অন্ত্রের সব বর্জ্য দূর করে খাবার থেকে পুষ্টি গ্রহণ করার ক্ষমতা বাড়ায়। লিভার পরিষ্কার রাখে আর ডিটক্সিফাই করে।

? ত্রিফলার উচ্চমাত্রার ভিটামিন সি পোল্ট্রির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেয়।

⚠️⚠️সতর্কীকরণ⚠️⚠️

ত্রিফলার চূর্ণ বা গুঁড়ো ২মাসের বেশি সংরক্ষণ করে রাখা যাবে না।।এতে গুনাগুন নষ্ট হয়ে যায়।

নিয়মিত ত্রিফলার ব্যবহারের ফলে খামারে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ব্যাপক উপকার পাওয়া সম্ভব।সবচেয়ে বড় বেপার ওষুধের খরচ কমে যাবে অধিক অংশে। ত্রিফলা ব্যবহারে পোলট্রির রোগপ্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং সুস্থ সবল ভাবে বেড়ে উঠবে।প্রকৃতিতে সব রকম রোগের ওষুধ ই বিদ্যমান।।এবং ত্রিফলা হলো প্রাকৃতিক ডিটক্সিফায়ার,, যা যে কোন পার্শপতিক্রিয়া ছাড়াই মহাওষুধির ভূমিকা পালন করে।
তাই আমাদের উচিত ত্রিফলার ব্যবহার বাড়িয়ে,উপকৃত হওয়া।।

???Accept nature’s gift ,, be and keep healthy?️?️?️?️???

Compiled and originated by
Joya K Ahmed

Please follow and like us:

About admin

Check Also

লবঙ্গ

লবঙ্গ (Syzygium aromaticum, অন্য নাম Eugenia aromaticum or Eugenia caryophyllata) এক প্রকারের মসলা ও ভেষজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »