Breaking News
রয়েল পাম টার্কি
রয়েল পাম টার্কি

রয়েল পাম টার্কি

রয়েল পাম টার্কি 
রয়েল পাম টার্কি : যার উৎপত্তি যুক্তরাজ্য ।

রয়েল পাম টার্কি শোভা বর্ধক হিসেবে  বেশি বিখ্যাত ।

এ জাতের টার্কি ছোট  খামারে শোভাবর্ধনকারী টার্কি হিসেবে পালন করা হয়।
১৯২০ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রয়েল পাম টার্কি প্রথম পালন করা হয় ।

১৯৭০ সালে আমেরিকান পোল্ট্রি এসোসিয়েশন কর্তৃক রয়েল পাম টার্কি  স্বীকৃতি পায়।

বর্তমানে এটি বিলুপ্তপ্রায় জাত হিসেবে তালিকাভুক্ত করা হয় এবং তা সংরক্ষণের ব্যবস্থা করা হয়।
বৈশিষ্ট্য ঃ
এটি আকারে ছোট কিন্তু দেখতে  সুন্দর। এ জাতের টার্কির পালক  অনেকটাই সাদা ও উজ্জ্বল মেটালিক কালো.

রয়েল পাম টার্কির পিঠের পালক কালো রঙের হলেও পালকের গোড়ার ভিতরে সাদা .
পুরুষ টার্কির  গড় ওজন ৭- ১০ কেজি এবং  বয়স্ক স্ত্রী টার্কির গড়  ওজন ৪.৫ – ৫.৫ কেজি।

এ জাতের টার্কির লেজ সম্পূর্ণ সাদা এবং প্রতিটি পালকের প্রান্তে কালো রঙের ব্যান্ড ।

মাথা,গলা ও ওয়াটল  সাদা কিন্তু ঠোঁট শৃংঙ্গের ন্যায়। স্যাংক  ও নখ গাঢ় লাল।

 

। ছোট  খামারে শোভাবর্ধনকারী জাত হিসেবে প্রদর্শনের উদ্দেশে এ  টার্কি লালন পালন করা হয়।
  
চঞ্চলতা প্রকৃতির টার্কি।  নিজের খাদ্য নিজে সংগ্রহকারী  করে।

এ জাতের টার্কি উড়ার জন্যও বিখ্যাত।

পুরুষ টার্কি  সাধারণত আক্রমণাত্মক না এবং পূর্ণ বয়স্ক স্ত্রী টার্কি মাতৃত্ববন্ধনে অপূর্ব।

স্ত্রী টার্কি গোলাপি থেকে হালকা বাদামি রঙের ফোটা ফোটা দাগযুক্ত ডিম দেয়।

যে কোন আবহাওয়া বেঁচে থাকে।

Please follow and like us:

About admin

Check Also

ন্যারাগানসেট টার্কি

ন্যারাগানসেট টার্কি : যুক্ত্ররাস্ট্রের পূর্বাঞ্চলীয় জংগলের বন্য টার্কি ও গৃহপালিত টার্কির মধ্যে ক্রস করে ন্যারাগানসেট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »