Breaking News

মোটাতাজাকরন গরু‌কে সাদা পা‌নি খাওয়ানোর উপায়ঃশাহ ইমরান ।

মোটাতাজাকরন গরু‌কে সাদা পা‌নি খাওয়ানোর উপায়

গত‌দিন বি‌কে‌লে ধা‌নের খড় এবং কাঁচাঘাস কে‌টে তা‌তে পা‌নি‌তে গুলা‌নো মোলা‌সেস দি‌য়ে ভি‌জি‌য়ে রে‌খে দিই ।

সকা‌লে ৭:৩০/৮:০০ দি‌কে গতকা‌লের কে‌টে রাখা এক ডা‌লি আনুমা‌নিক ৫ কে‌জি খড় এবং কাঁচাঘাস খে‌তে দি‌ই ।

তার এক দেড় ঘন্টা পর খাবা‌রের পাত্রে প্রায় ১৫ লিঃ সাদা পা‌নি দিই । দির্ঘ্য সময় পা‌নি না খাওয়া এবং খড় খাওয়ার পর সাদা পা‌নির উপর গরু গু‌লো প্রচন্ড আগ্রহ থা‌কে ।

প্রায় অ‌র্ধেক সাদা পা‌নি খাওয়ার পর বা‌কি পা‌নির স‌ঙ্গে দানাদার খাদ্য মি‌শি‌য়ে দিই । গরু গু‌লো ৩০/৬০ সে‌কে‌ন্ডের ম‌ধ্যে দানাদার গু‌লো খে‌য়ে ফে‌লে ।

তার আধাঘন্টার ম‌ধ্যে প্রায় গরু গু‌লো শু‌য়ে জাবর কাট‌তে শুরু ক‌রে ।

‌বেলা এগা‌রোটার সময় আবার আনুমা‌নিক ৫ কে‌জি খড় এবং কাঁচা ঘা‌সের মিশ্রন দেওয়া হয় ।

দুপু‌রে গরুগু‌লো‌কে গোস‌লের পর পা‌ত্রে সাদা পা‌নি দেওয়া হয় , তখন সামান্য পা‌নি খায় ।

দুপুর তিনটা নাগাদ আবার এক ডা‌লি খড় এবং কাঁচা ঘা‌সের মিশ্রন দেওয়া হয় ।

তার দুই ঘন্টা পর খাবা‌রের পাত্রে প্রায় ১২ লিঃ সাদা পা‌নি দিই । দির্ঘ্য সময় পা‌নি না খাওয়া এবং খড় খাওয়ার পর সাদা পা‌নির উপর গরু গু‌লো প্রচন্ড আগ্রহ থা‌কে ।

প্রায় অ‌র্ধেক সাদা পা‌নি খাওয়ার পর বা‌কি পা‌নির স‌ঙ্গে দানাদার খাদ্য মি‌শি‌য়ে দিই । গরু গু‌লো ৩০/৬০ সে‌কে‌ন্ডের ম‌ধ্যে দানাদার গু‌লো খে‌য়ে ফে‌লে ।

সন্ধার পর খাবার পা‌ত্রে আবার এক ডা‌লি কাঁচাঘাস এবং খ‌ড়ের মিশ্রন দেই।

শাহ ইমরান (বি ডি এফ এ)

Please follow and like us:

About admin

Check Also

গরু মোটাতাজাকরণের লাভ লসের হিসাবে

 #ইউটিউব #দেখে #খামার #করলে #বিপদ #১০০%  #কিভাবে #জানুন বিষয় ঃ দেশী এবং সংকর জাতের গরু মোটাতাজা করণ লাভ কেমন #ভূমিকা :এটা ইউটিউবে বানানো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »