Breaking News

টিপস ২৫

@@

বাদামি লেয়ারে লাইসিন ১০% বেশি লাগে আর মেথিওনিন ৫% কম লাগে।

বাদামি লেয়ারে ফসফরাস বেশি লাগে

বাদামি মুরগিতে এনার্জি বেশি লাগে ২৮০কিলোক্যালরি আর সাদাতে ২৬০ কিলোক্যালরি গরমে কিন্তু প্রোটিন একই লাগে।কারণ ডিমের সাইজ একই।

@@

ক্লে(Clay)

মুরগি খাবারে প্রায় ২০০  ধরণের ক্লে ব্যবহার হয়(Kaolin,calcium morolonite,sodium bentonites,sodium diatomaceous.

ক্লে নেগেটীভ চার্জ

পোলার টক্সিন কে বাইন্ডার করে(আলফাটক্সিন)

এটার সলুব্লিটির উপর কোয়ালিটি নির্ভর করে।

HSCAS নেগেটিভ চার্জ।

পোলার টক্সিন পানিতে ডিজলভ হয়।(Dissolve)

ননপোলার (টি২,অর্ক্রাটক্সিন,জিয়ারেলন,সাইট্রিনিন) এগুলো পানিতে ডিজলভ হয় না কিন্তু ফ্যাটে এবং ক্লেতে ডিজলভ হয়।

তাই ক্লে মেজর ভূনিকা পালন করে।

মস ব্যাক্টেরয়াল টক্সিঙ্কে বাইন্ড করে,ইমোনিটি বাড়ায়,প্রিবায়োটিকের মত কাজ করে।কিন্তু ফাংগাল টক্সিনের বিরুদ্ধে কাজ করেডিজসিয়েট(Dissociate) হতে এসিডিক পি এইচ লাগে যার কারণে অর্গানিক দিতে হয় টক্সিন বাইন্ডারে।

তাই টক্সিন বাইন্ডারে হ্যাস্কাস,ক্লে,মস,অর্গানিক এসিড থাকতে হবে।

টক্সিন বাইন্ডারে এক্টিভেটেড চারকল,প্রবায়োটিক,জিংক,সেলেমিয়াম,ই দিলে আরো ভাল।

এক্টিভেটেড চারকল টি২ টক্সিনের বিরুদ্ধে কাজ করে।

নতুন খাদ্য উপাদান খাদ্যে দিলে যেমন ডি ডি জি এস,জি এন ই)দিলে খাবারে ফ্যাটের পরিমাণ বাড়াতে হবে কারণ এই খাবারে বেশি পরিমাণ টি২,অক্রাটক্সিন,সাইট্রনিন,জিয়েরালিন (ন্ন পোলার) টক্সিন বেশি থাকে।

@@@

রানিক্ষেত হবার পর ৪-৬ মাসের মধ্যে রানিখেতের টিকা লাগে না।

রানিক্ষেতের কিল্ড টিকা দিলে প্রায় ১বছর টাইটার ভাল থাকে(আগে ৬মাস থাকত)

লাইভ ভ্যাক্সিন দেয়ার আগে এবং পরে এন্টিবায়োটিক দেয়া যাবে।

এইচ ৯ এবং ৫ একই দিনে দেয়া যাবে।

মেসোজেনিক ভ্যাক্সিন সবচেয়ে ভাল

বার বার লাইভ ভ্যাক্সিন দেয়ার চেয়ে কিল্ড ভাল

ফাউল পক্স আর রানিক্ষেত ভ্যাক্সিন এক সাথে দেয়া যাবে না

৩০দিন প পর রানিক্ষেতের ভ্যাক্সিন দেয়া যাবে না।মিনিমাম ৪৫দিন পর পর তবে যদি টাইটার দেখা বুঝা যায় টাইটড়া কম তখন দেয়া যাবে,=।

রানিক্ষেত আর আই বি ভ্যাক্সিন একই দিনে দেয়া যাবে না।

@@

Palm oil,Mutton tallow,Lard,Beef tallow,Cotton Seed oil,sun flower oil,Mustard oils are used in poultry Feed.

These Oils have energy 7800-8800.

লেয়ার বাচ্চার স্ট্যান্ডার্ড ওজন ৩২-৩৮গ্রাম ব্রয়লারের ৪০-৪৫গ্রাম,যদি ওজন ৩-৫গ্রাম বেশি হয় তাহলে বুঝতে হবে প্যারেন্টের বয়স বেশি হয়ে গেছে(৭০ সপ্তাহের বেশি) বা মোল্টেড লেয়ার।

এসব বাচ্চার ওজন ভাল আসে কিন্তু ইমোনটি কম আসে কারণ বয়স বেশি।এই ইমোনিটি কম থাকায় ২০-৩০দিনের দিকে বাচ্চাতে ভাইরাল ইনফেকশন দেখা দেয় ।

লেয়ার খাবার থেকে মুরগি ২-২.৫% তেল পায় যা দিয়ে হয় না তাই বাড়তি আন স্যাসুরেটেড ফ্যাটি এসিড দেয়া লাগে।

@@@

আসিল মুরগিতে পক্স বেশি হয়

কাদাকনাথে করাইজা বেশি হয়

ক্রয়লারে মেরেক্স বেশি হয়

অন্য সব পোল্ট্রিতে রানিক্ষেত বেশী হয়।

@@

চুন দিলে পি এইচ বাড়ে।চুনে এ আই এবং রানিক্ষেতের ভাইরাস মারা যায়।চুনে ২৬% ক্যালসিয়াম থাকে।

পোল্ট্রিতে ক্লোরিন বেস জীবানূনাশক (Clo2.স্পডিয়াম হাইপোক্লোরাইড ,ক্লোরাইমাইন))পানিতে,তাছাড়া খাবারে ক্লোরাইড থাকে ও পানিতে প্রদেয় ইলেক্টোলাইটে ক্লোরাইড থাকে এতে অতিরিক্ত ক্লোরাইডের কারণে ডায়রিয়া হয়।ডায়রিয়া হলে আবার ইলেক্টোলাইড দেয় ফলে চলতে থাকে এই ডার‍্যরিয়ার খেলা।গরমের সময় এই সমস্যা বেশি দেখা যায়।

পানিতে ক্লোরিনের মাত্রা ২৫ এম জি/লি।খাবারে ২০-৩০ এম জি।

ক্লোরিন ৪পিপি এম হলে ব্যাক্টেরিয়া ১৬মিনিটে মারা যাবে।

@@@

বার্লির সুবিধাঃ

লাইসিনের পরিমাণ দ্বিগুন থাকে ভুট্রা ও বাজরার তুলনায়

হিট ট্রেস কম

১২-১৩% প্রোটিন

অসুবিধাঃ

ভিস্কোসিটি বেড়ে যায় যদি ১০% এর বেশি দেয়া হয়।সমাধানের জন্য জাইলানেজ,গ্যালাক্টোনেজ দেয়া হয়

স্কিকি(Sticky Droping) হতে পারে।

বার্লি গুড়া করে দিতে হয় নাহলে ইসোফেগাসে আটকে যায়।

ফাইবার ১৩% যা ইন্সলুবল।

বার্লিতে ফাইটিক এসিড বেশি থাকে যা ক্যালসিয়াম ও ফস ফরাস কমিয়ে দেয়।

এন্টি নিট্রিশনাল ফ্যাক্টর বেটা গ্লোকান থাকে যার কারণে  এঞ্জাইম দিতে হয়।

আমেরিকায় ২০% ভুটার পরিবর্তে  দেয়া হয়।

@@@

ফ্লাই কন্টোলঃ

প্রবায়োটিক ব্যব হার হয় যা লিটারর তাপমাত্রা বাড়ীয়ে দেয় ৪০-৫০ডিগ্র্।এই তাপমাত্রায় লিটারের পানি কমে যায় ফলে ব্যাক্টেরিয়া কমে যায়,ব্যাক্টেরিয়া কমে গেলে গ্যাস হবে না।

@@@

কুসুমের কালারঃ

সবুজ ঘাস,গাজর,পেপে,লাল ক্যালসিকাম,হলুদ ভুট্রা কুসুমের কালার ভএল রাখে।

বার্লি ও ওট খারাপ করে।

ভাইরাস,স্টেস,নাইকোটক্সিন খোসার কালার খারাপ করে।

আন ডাইজেস্টেবল প্রোটিনের কারণে এলবুমিননের পুরত্ব কমে যায়।

Please follow and like us:

About admin

Check Also

টিপস ৩৪(মেডিসিনের হিসাব)

ভি টি এস টিপসঃ ১০০০ প্রডাকশন লেয়ারের এক বেলার পানি মানে ১০০লিটার পানি।(২০ সপ্তাহের পর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »